Marital Disputes: তীব্র ঝগড়ার মাঝপথে বাবা মায়ের কাছে চলে গেলেন স্ত্রী! রাগের চোটে যমজ শিশুকন্যার গলা কেটে খুন স্বামীর!

Last Updated:

Marital Disputes:রাগের বশে, রাহুল যমজ মেয়ে দু’টিকে বুলধানা জেলার আঞ্চারওয়াড়ির একটি জঙ্গলে নিয়ে যান, যেখানে তিনি তাদের গলা কেটে হত্যা করেন। ঘটনার পর, চবন সরাসরি ওয়াসিম থানায় যান৷ সেখানে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।

থানায় গিয়ে অপরাধ স্বীকার করে আত্মসমর্পণ করেন
থানায় গিয়ে অপরাধ স্বীকার করে আত্মসমর্পণ করেন
মুম্বই: মহারাষ্ট্রের ওয়াসিম জেলার বাসিন্দা এক যুবক তাঁর স্ত্রীর সঙ্গে তীব্র ঝগড়া করেন। অভিযোগ, বাদানুবাদের সময় মহিলাটি তাঁর বাবা-মায়ের বাড়িতে চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই, ওই যুবক তাঁদের দু’ বছর বয়সি যমজ কন্যাদের একটি জঙ্গলে নিয়ে যান, তাদের গলা কেটে হত্যা করেন এবং তার পর থানায় গিয়ে অপরাধ স্বীকার করে আত্মসমর্পণ করেন।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম রাহুল চবন, তিনি ওয়াসিম জেলার বাসিন্দা। চবন তাঁর স্ত্রী এবং দুই মেয়েকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন৷ সেই সময় দম্পতির মধ্যে তীব্র ঝগড়া শুরু হয়। ঝগড়ার মধ্যেই, তাঁর স্ত্রী তাঁর বাবা-মায়ের বাড়িতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন বলে জানা গিয়েছে৷ অন্যদিকে রাহুল তাঁর মেয়েদের সঙ্গে একাই বেরিয়ে পড়েন।
advertisement
রাগের বশে, রাহুল যমজ মেয়ে দু’টিকে বুলধানা জেলার আঞ্চারওয়াড়ির একটি জঙ্গলে নিয়ে যান, যেখানে তিনি তাদের গলা কেটে হত্যা করেন। ঘটনার পর, চবন সরাসরি ওয়াসিম থানায় যান৷ সেখানে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। তাঁর স্বীকারোক্তির পর, একটি পুলিশ দল ঘটনাস্থলে ছুটে যায় এবং দুই শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করে। কর্মকর্তারা জানিয়েছেন যে প্রাথমিক অনুসন্ধানে মনে হচ্ছে মৃতদেহগুলি আংশিকভাবে পুড়ে গিয়েছে, যা সন্দেহ জাগিয়ে তোলে৷ তদন্তকারীদের ধারণা, দুই শিশুকন্যাকে হত্যার পর তাদের গায়ে আগুন লাগিয়ে প্রমাণ নষ্ট করার চেষ্টা করেছিলেন রাহুল।
advertisement
advertisement
আরও পড়ুন : বাজির নামে বোমা বিস্ফোরণের মরণফাঁদ! ‘কার্বাইড গান’ ফাটাতে গিয়ে দৃষ্টিশক্তি হারাল ১৪ জন শিশু! চোখের সমস্যায় আক্রান্ত ১২২ খুদে!
তবে পুলিশ কর্মকর্তারা এখনও তদন্তের এই দিকটি নিশ্চিত করতে পারেননি। মৃত্যুর সঠিক কারণ জানতে এবং খুনের পর দুই শিশুকন্যাকে পুড়িয়ে মারা হয়েছে কি না তা নির্ধারণের জন্য একটি ফরেনসিক পরীক্ষা এবং ময়নাতদন্ত করা হচ্ছে। প্রাথমিক তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থলে ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিওয়াইএসপি) মনীষা কদম-সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং নথিপত্র সংগ্রহ করে এবং এলাকা থেকে ফরেনসিক নমুনা সংগ্রহ শুরু করে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Marital Disputes: তীব্র ঝগড়ার মাঝপথে বাবা মায়ের কাছে চলে গেলেন স্ত্রী! রাগের চোটে যমজ শিশুকন্যার গলা কেটে খুন স্বামীর!
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement