Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন

Last Updated:
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ল্যান্ডফল করবে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়াতে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোরের মধ্যে স্থলভাগে প্রবেশের প্রবল সম্ভাবনা। সিভিয়ার সাইক্লোন ‘মন্থা’-র ল্যান্ডফলের সময় গতিবেগ সর্বোচ্চ ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে।
1/8
শক্তিশালী ঘূর্ণিঝড় ল্যান্ডফল করবে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়াতে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোরের মধ্যে স্থলভাগে প্রবেশের প্রবল সম্ভাবনা। সিভিয়ার সাইক্লোন ‘মন্থা’-র ল্যান্ডফলের সময় গতিবেগ সর্বোচ্চ ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে। ছট পুজোতে আবহাওয়ার পরিবর্তন হবে। বুধবার এবং বৃহস্পতিবার চন্দননগর ও কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলাগুলিতে এর প্রভাব বেশি থাকবে। ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃহস্পতিবার এবং শুক্রবার। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ (Representative/File Image)
শক্তিশালী ঘূর্ণিঝড় ল্যান্ডফল করবে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়াতে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোরের মধ্যে স্থলভাগে প্রবেশের প্রবল সম্ভাবনা। সিভিয়ার সাইক্লোন ‘মন্থা’-র ল্যান্ডফলের সময় গতিবেগ সর্বোচ্চ ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে। ছট পুজোতে আবহাওয়ার পরিবর্তন হবে। বুধবার এবং বৃহস্পতিবার চন্দননগর ও কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলাগুলিতে এর প্রভাব বেশি থাকবে। ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃহস্পতিবার এবং শুক্রবার। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ (Representative/File Image)
advertisement
2/8
দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ, রবিবার অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এই সিস্টেম। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এলাকায় অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই ঘূর্ণিঝড়ের অভিমুখ থাকবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক। এই ঘূর্ণিঝড়ের নাম হবে ‘মন্থা’। এই নাম দিয়েছে থাইল্যান্ড। এর অর্থ মন্থন। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর রাতের মধ্যে ল্যান্ডফল করবে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা। কলিঙ্গপত্তনম থেকে মছলিপত্তনমের মাঝে কাকিনাড়ার কাছে পালেম বা আমলাপুরম উপকূল দিয়ে এটি স্থলভাগে প্রবেশ করতে পারে।
দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ, রবিবার অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এই সিস্টেম। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এলাকায় অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই ঘূর্ণিঝড়ের অভিমুখ থাকবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক। এই ঘূর্ণিঝড়ের নাম হবে ‘মন্থা’। এই নাম দিয়েছে থাইল্যান্ড। এর অর্থ মন্থন। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর রাতের মধ্যে ল্যান্ডফল করবে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা। কলিঙ্গপত্তনম থেকে মছলিপত্তনমের মাঝে কাকিনাড়ার কাছে পালেম বা আমলাপুরম উপকূল দিয়ে এটি স্থলভাগে প্রবেশ করতে পারে।
advertisement
3/8
ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে বাংলায় মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। ২৮ অক্টোবর মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তাদের ২৭ তারিখের মধ্যে উপকূলে ফিরে আসতে পরামর্শ দেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে বাংলায় মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। ২৮ অক্টোবর মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তাদের ২৭ তারিখের মধ্যে উপকূলে ফিরে আসতে পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
4/8
দক্ষিণবঙ্গে আজ, রবিবার অবশ্য ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে। পরে আংশিক মেঘলা আকাশ। উপকূলের জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছট পুজোয় হালকা বৃষ্টির সম্ভাবনা বাড়বে। জগদ্ধাত্রী পুজোয় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী সপ্তাহে সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত। আজ মূলত শুষ্ক হাওয়া। আংশিক মেঘলা আকাশ। কখনও মেঘলা আকাশ। উপকূলের কাছাকাছি আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা।
দক্ষিণবঙ্গে আজ, রবিবার অবশ্য ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে। পরে আংশিক মেঘলা আকাশ। উপকূলের জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছট পুজোয় হালকা বৃষ্টির সম্ভাবনা বাড়বে। জগদ্ধাত্রী পুজোয় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী সপ্তাহে সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত। আজ মূলত শুষ্ক হাওয়া। আংশিক মেঘলা আকাশ। কখনও মেঘলা আকাশ। উপকূলের কাছাকাছি আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা।
advertisement
5/8
সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।সোমবার রাতে ও মঙ্গলবার সকালে ছট পুজোর দিন হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস সব জেলাতেই। থাকবে বজ্রপাতের আশঙ্কাও। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে উপকূলের ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা বাতাস বইতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বুধবার হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই ছয় জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবারেও ভারী বৃষ্টি হবে। বীরভূম, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবারে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।সোমবার রাতে ও মঙ্গলবার সকালে ছট পুজোর দিন হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস সব জেলাতেই। থাকবে বজ্রপাতের আশঙ্কাও। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে উপকূলের ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা বাতাস বইতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বুধবার হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই ছয় জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবারেও ভারী বৃষ্টি হবে। বীরভূম, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবারে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
advertisement
6/8
উত্তরবঙ্গে আজ, রবিবার ও আগামিকাল, সোমবার মূলত শুষ্ক আবহাওয়া। মঙ্গলবার আবহাওয়ার পরিবর্তন হবে। মূলত আংশিক মেঘলা আকাশ; কোথাও মেঘলা আকাশ হবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে বৃহস্পতিবার ও শুক্রবার। ফসলের ক্ষতি হতে পারে। কৃষকদের পরামর্শ মাঠে পাকা ফসল থাকলে তা কেটে তুলে নেওয়ার জন্য বিশেষ করে দক্ষিণবঙ্গের চাষীদের জন্য এমন পরামর্শই দেওয়া হয়েছে। নিচু এলাকায় জল জমতে পারে। শহরের আন্ডারপাস-সহ নিচু এলাকায় জল জমতে পারে। পাহাড়ের দৃশ্যমানতা কমতে পারে ভারী বৃষ্টির কারণে।
উত্তরবঙ্গে আজ, রবিবার ও আগামিকাল, সোমবার মূলত শুষ্ক আবহাওয়া। মঙ্গলবার আবহাওয়ার পরিবর্তন হবে। মূলত আংশিক মেঘলা আকাশ; কোথাও মেঘলা আকাশ হবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে বৃহস্পতিবার ও শুক্রবার। ফসলের ক্ষতি হতে পারে। কৃষকদের পরামর্শ মাঠে পাকা ফসল থাকলে তা কেটে তুলে নেওয়ার জন্য বিশেষ করে দক্ষিণবঙ্গের চাষীদের জন্য এমন পরামর্শই দেওয়া হয়েছে। নিচু এলাকায় জল জমতে পারে। শহরের আন্ডারপাস-সহ নিচু এলাকায় জল জমতে পারে। পাহাড়ের দৃশ্যমানতা কমতে পারে ভারী বৃষ্টির কারণে।
advertisement
7/8
কলকাতায় আজ, রবিবার ঝলমলে আকাশ। পরে আংশিক মেঘলা আকাশ। আগামী দু’দিন বৃষ্টির সম্ভাবনা নেই। দিনভর পরিষ্কার আকাশ থাকবে। দখিনা বাতাসের দাপট। সোমবার রাতে আবহাওয়ার পরিবর্তন হবে। আংশিক মেঘলা আকাশ, কখনও মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা শহরে। বুধবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে।
কলকাতায় আজ, রবিবার ঝলমলে আকাশ। পরে আংশিক মেঘলা আকাশ। আগামী দু’দিন বৃষ্টির সম্ভাবনা নেই। দিনভর পরিষ্কার আকাশ থাকবে। দখিনা বাতাসের দাপট। সোমবার রাতে আবহাওয়ার পরিবর্তন হবে। আংশিক মেঘলা আকাশ, কখনও মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা শহরে। বুধবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে।
advertisement
8/8
আজ, রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫১ থেকে ৯০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
আজ, রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫১ থেকে ৯০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
advertisement
advertisement
advertisement