আনন্দপুরে ডেকোরেটার্স গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর বাড়ি ফিরলেন সুতাহাটার দুই আহত শ্রমিক। গুরুতর জখম দুই শ্রমিক সুতাহাটার থানার অন্তর্গত হরিবল্লভপুর গ্রামের বাসিন্দা মানবেন্দ্র খাঁড়া এবং গাজীপুর গ্রামের বাসিন্দা সুজিত গাউনিয়া।
advertisement
দু’জনেই ২-৩ বছর ধরে ডেকোরেটার্সের কাজের সঙ্গে যুক্ত। অগ্নিকাণ্ডের ঘটনায় শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। জানা গেছে, সুতাহাটার হরিবল্লভপুর ও গাজীপুর পাশাপাশি দুই গ্রাম থেকে মোট চারজন শ্রমিক আনন্দপুরে ডেকোরেটার্স গোডাউনে কাজ করতো।
রবিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনার পর নিখোঁজ হয় দুই শ্রমিক। নন্টু খাঁড়া(৩৩) ও সুব্রত খাঁড়ার(৩৪) এখনও খোঁজ পাওয়া যায়নি। গুরুতর জখম অবস্থায় বাড়ি ফিরে এসেছে মানবেন্দ্র ও সুজিত। কিন্তু বাকি দুই বন্ধু নিখোঁজের ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে তাদের পরিবার পরিজন। নিখোঁজ দুই শ্রমিকের খোঁজে চালাচ্ছে সুতাহাটার থানার পুলিশ।
