দিল্লি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ভারতী কলেজ ও লেডি শ্রীরাম কলেজে সহকারী অধ্যাপক পদে কর্মী নিয়োগ করা হবে। ভারতী কলেজে আবেদনের জন্য আগ্রহী আবেদনকারীদের সরাসরি কলেজের অফিশিয়াল ওয়েবসাইট bharaticollege.du.ac.in বা colrec.uod.ac.in – এ লগ ইন করে আবেদন জানাতে হবে৷
আরও পড়ুন: ভারতে বসেই পড়া যাবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে, এই সুবর্ণ সুযোগটি জেনে নিন
advertisement
লেডি শ্রীরাম কলেজে মোট ৮৯টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে৷ অ্যাসিস্টেন্ট প্রফেসর বা সহকারী অধ্যাপক পদে কর্মী নিয়োগ করা হবে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা এই কলেজে৷ আবেদনকারীরা অনলাইনে colrec.uod.ac.in– এই ওয়েবসাইটে আবেদন জানাতে পারেন। আবেদন জানানোর শেষ তারিখ ২৭ মার্চ।
কীভাবে আবেদন করবেন?
প্রথমে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে colrec.uod.ac.in- এ ক্লিক করুন
এবার নিজের নাম রেজিস্টার করে আবেদন পত্রটি পূরণ করতে হবে
এরপরে আবেদন ফি জমা দিতে হবে
পরবর্তী ধাপে প্রয়োজনীয় নথিপত্রগুলি আপলোড করতে হবে
আরও পড়ুন: দক্ষিণ ২৪ পরগণার প্রাথমিক স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগ হবে, জানুন ও আবেদন করুন
আবেদন ফি-
আবেদনকারী প্রার্থীদের ৫০০ টাকা করে আবেদন ফি জমা দিতে হবে, তবে জনজাতি, উপজাতি, বিশেষভাবে সক্ষম ও মহিলাদের কোনও আবেদন ফি জমা দিতে হবে না৷