Job News in West Bengal: দক্ষিণ ২৪ পরগণার প্রাথমিক স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগ হবে, জানুন ও আবেদন করুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Job News in West Bengal: দক্ষিণ ২৪ পরগণা জেলার জন্য সুখবর, নিয়োগ হবে প্রাথমিকে প্রধান শিক্ষক। জেলায় প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৩৮৪৩ টি।
ডায়মন্ড হারবার: দক্ষিণ ২৪ পরগণা জেলার জন্য সুখবর। নিয়োগ হবে প্রাথমিকে প্রধান শিক্ষক। জেলায় প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৩৮৪৩ টি। শূন্যপদ অনুযায়ী প্রধান শিক্ষক নিয়োগ হতে চলেছে সেখানে। দীর্ঘদিন এই নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল। ডায়মন্ড হারবার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়েক নিয়োগ শুরুর কথা জানিয়েছেন।
তিনি জানিয়েছেন যে সমস্ত স্কুলে প্রধান শিক্ষক নেই, তারা ১০ দিনের মধ্যে এলাকার স্কুল পরিদর্শকের কাছে আবেদন করবে। সেখান থেকে স্কুল পরিদর্শকরা ২৭ মার্চের মধ্যে সেই আবেদন প্রাথমিক শিক্ষা সংসদে পাঠাবে। তবে এজন্য বেশ কিছু নিয়ম মানা হবে। ৫০ জনের নীচে হলে প্রধান শিক্ষক নিয়োগ হবে না। ইতিমধ্যে জেলার ৫২টি চক্রের স্কুল পরিদর্শকদের একথা জানিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে স্কুলের পঠন পাঠন, শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে নজরদারি চালাতে বলা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: সরকারি চাকরির মহাসুযোগ, WBCS ২০২৩-এর বিজ্ঞপ্তি প্রকাশ! জানুন বিস্তারিত
২০ জনের থেকে কম পড়ুয়া থাকা বিদ্যালয়গুলিকে অন্যান্য বিদ্যালয়গুলির সঙ্গে জুড়ে দেওয়ার কথা ভাবা হচ্ছে বলে খবর। তবে কোনও পরীক্ষার ভিত্তিতে এই প্রধান শিক্ষক নিয়োগ করা হবে না। শিক্ষকতা জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে এই নিয়োগ করা হবে। যে শিক্ষক দীর্ঘদিন ধরে শিক্ষকতা করেছেন তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া বিএড বা অন্যান্য প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
advertisement
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
March 10, 2023 6:12 PM IST