ভারতে বসেই পড়া যাবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে, এই সুবর্ণ সুযোগটি জেনে নিন
- Published by:Ankita Tripathi
Last Updated:
বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখেন বহু ভারতীয় পড়ুয়া৷ অস্ট্রেলিয়ায় গিয়ে পড়ার স্বপ্ন দেখেন যাঁরা তাঁদের জন্য আসছে সুবর্ণ সুযোগ৷ শিক্ষাক্ষেত্রে কাঁধে কাঁধ মিলিয়ে চলেছে ভারত-অস্ট্রেলিয়া৷
বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখেন বহু ভারতীয় পড়ুয়া৷ অস্ট্রেলিয়ায় গিয়ে পড়ার স্বপ্ন দেখেন যাঁরা তাঁদের জন্য আসছে সুবর্ণ সুযোগ৷ শিক্ষাক্ষেত্রে কাঁধে কাঁধ মিলিয়ে চলেছে ভারত-অস্ট্রেলিয়া৷
অস্ট্রেলিয়ার ইউনিভার্নিসিটি অফ মেলবোর্ণ তিনটি ভারতীয় ইউনিভার্সিটি যথা দ্য ইউনিভার্সিটি অফ মাড্রাজ, সাবিত্রী বাই ফুলে ইউনিভার্সিটি এবং গান্ধি ইনস্টিটিউট অফ টেকনোলজি এন্ড ম্যানেজম্যান্ট, হায়দরাবাদের সঙ্গে একসঙ্গে ব্যাচেলর অফ সায়েন্স (ডুয়াল ডিগ্রি) বিভাগ খুলতে চলেছে৷
সেনেটর দ্য হন ড্যান ফ্যারেল ৯ মার্চ এই ডুয়াল ডিগ্রি চালু করছেন।
advertisement
মেলবোর্ন ইউনিভার্সিটি বেশ কয়েক বছর ধরে নির্বাচিত ভারতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মিলিতভাবে ব্লেন্ডেড ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রী অফার করছে।
advertisement
এ বিষয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেজ জানালেন ‘‘এটা অসাধারণ ব্যাপার যে মেলবোর্ণ ইউনিভার্সিটি এখন ভারতের তিনটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দ্বৈত ডিগ্রি চালু করার মাধ্যমে এই পরিকল্পনা আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছে’’৷ বুধবার তিনি ঘোষণা করলেন দুই দেশ ‘অস্ট্রেলিয়া-ইন্ডিয়া এডুকেশন কোয়ালিফিকেশন রেকগনিশন মেকানিজম’ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে৷
advertisement
তিনি আরও জানাচ্ছেন ‘‘আমি একটি নতুন স্কলারশিপ অফার - মৈত্রী স্কলারশিপ ঘোষণা করতে পেরে আনন্দিত। যেসমস্ত ছাত্র অস্ট্রেলিয়ায় চার বছর ধরে পড়াশোনা করতে চান তাঁদের জন্য এই স্কলারশিপ’’
আরও পড়ুন: ICAI CA পরীক্ষার ফর্ম ফিলাপে ভুল হয়েছে? সংশোধনের জন্য থাকছে সুযোগ! হবু আইনজীবীরা এখনই দেখুন
শিক্ষা,সংস্কৃতি,সমাজ সমস্ত দিক দিয়েই আরও কাছাকাছি ভারত অস্ট্রেলিয়া৷ দুই দেশের বন্ধন হবে আরও দৃঢ় করতে সাহায্য করবে এই ‘মৈত্রী’ স্কলারশিপ৷
advertisement
প্রফেসর ইয়ান মার্টিন, ডেকিনের প্রেসিডেন্ট এবং ভাইস-চ্যান্সেলর, মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রফেসর ডানকান মাসকেল এবং ইউনিভার্সিটিজ অস্ট্রেলিয়ার সিইও ক্যাট্রিওনা জ্যাকসন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শিক্ষা বিষয়ে অস্ট্রেলিয়া-ভারত সহযোগিতা প্রদর্শনের একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে প্রধানমন্ত্রী অ্যালবানেজ বলেছিলেন যে তিনি ভারতে এসে খুব খুশি।
তিনি স্বীকার করেছেন যে বিদেশে গিয়ে লেখাপড়া করার সম্বল সকলের থাকে না৷ আর্থিক সীমাবদ্ধতা, পারিবারিক প্রতিশ্রুতি বা অন্যান্য বিভিন্ন কারণ থাকতে পারে যে কারণে শিক্ষার্থীরা বাড়ির কাছাকাছি থাকতে চায়৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 10, 2023 5:33 PM IST