হোম /খবর /শিক্ষা /
NEET UG 2023 রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে! কীভাবে আবেদন করবেন দেখে নিন

NEET UG 2023: NEET UG 2023 রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে! প্রয়োজনীয় ডকুমেন্টস্ থেকে শুরু করে আবেদনের প্রক্রিয়া, সব কিছু বিস্তারিত জেনে নিন

NEET UG 2023 রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে! প্রয়োজনীয় ডকুমেন্টস্ থেকে শুরু করে আবেদনের প্রক্রিয়া, সব কিছু বিস্তারিত জেনে নিন

NEET UG 2023 রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে! প্রয়োজনীয় ডকুমেন্টস্ থেকে শুরু করে আবেদনের প্রক্রিয়া, সব কিছু বিস্তারিত জেনে নিন

NEET UG 2023-এর অনলাইন আবেদন প্রক্রিয়া সোমবার অর্থাৎ ৬ মার্চ থেকে শুরু হয়ে গিয়েছে, চলবে এপ্রিল ৬ রাত ১১.৫০ পর্যন্ত৷

  • Share this:

ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট আন্ডারগ্র্যাজুয়েট অর্থাৎ NEET UG 2023-এর অনলাইন আবেদন প্রক্রিয়া সোমবার অর্থাৎ ৬ মার্চ থেকে শুরু হয়ে গিয়েছে, চলবে এপ্রিল ৬ রাত ১১.৫০ পর্যন্ত৷ ন্যাশানাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-এর পক্ষ থেকে জানানো হচ্ছে অ্যাপ্লিকেশন প্রকাশ হওয়ার পর থেকেই ছাত্রছাত্রীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট neet.nta.nic.in-এ গিয়ে আবেদন করতে পারবেন৷ সংস্থার পক্ষ থেকে প্রকাশিত সময়সূচী অনুযায়ী নিট ইউজি পরীক্ষা ৭ মে থেকে শুরু হবে৷

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুনেন্টস্

-প্রার্থীর আধার কার্ডের স্ক্যান করা কপি

-দশম শ্রেণির মার্ক শিট বা সার্টিফিকেট

-দ্বাদশ শ্রেণির মার্ক শিট বা সার্টিফিকেট

-আবেদনকারী প্রার্থীর একটি স্ক্যান করা পাসপোর্ট সাইজ ছবি

-প্রার্থীর সইয়ের একটি স্ক্যান করা কপি

-ক্যাটাগরি সার্টিফিকেট (যদি থাকে সেক্ষেত্রে প্রয়োজনীয়)

আরও পড়ুন: আজই শুরু NEET UG 2023-এর রেজিস্ট্রেশন! জেনে নিন কীভাবে আবেদন করবেন

কারা আবেদন করতে পারবেন?

শিক্ষাগত যোগ্যতা: যে সমস্ত ছাত্রছাত্রীরা দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় বিজ্ঞান বিভাগে মেইন সাবজেক্ট অর্থাৎ প্রধান বিষয় হিসেবে বায়োলজি নিয়ে পাশ করেছেন, তারা সকলেই আবেদন করতে পারবেন৷ তবে জেনারেল ক্যাটাগরির ছাত্রছাত্রীদের অন্তত ৫০ শতাংশ নম্বর থাকতে হবে, সঙ্গে রিজার্ভড ক্যাটাগরির ছাত্রছাত্রীদের অন্তত ৪০ শতাংশ নম্বর থাকতেই হবে৷

বয়সসীমা: আবেদনকারী ছাত্রছাত্রীদের বয়স কমপক্ষে ১৭ বছর হতেই হবে৷ তবে এক্ষেত্রে বয়সের কোনও উর্ধ্বসীমা নেই৷

আরও পড়ুন:  সামনেই NEET পরীক্ষা, রেজিস্ট্রেশন থেকে পরীক্ষার পদ্ধতি-সহ জানুন ডাক্তার হওয়ার প্রথম ধাপ

কীভাবে আবেদন করবেন?ধাপ ১: এনটিএ নিটের অফিসিয়াল ওয়েবসাইটে যান

ধাপ ২: NEET UG 2023 এর রেজিস্ট্রেশন লিঙ্কটি উপলব্ধ হলে সেটিতে ক্লিক করুন

ধাপ ৩: NEET UG 2023-এর অ্যাপ্লিকেশনের জন্য প্রার্থীদের সমস্ত বিশদ তথ্য রেজিস্টার করতে হবে

ধাপ ৪: সমস্ত স্ক্যান করা ছবি এবং স্বাক্ষর নির্ধারিত পদ্ধতিতে আপলোড করুন।

ধাপ ৫: অনলাইন পেমেন্ট মোডে প্রয়োজনীয় ফি জমা দিন

ধাপ ৬: এবার আবেদন পত্রটি ডাউনলোড করুন

Published by:Ankita Tripathi
First published:

Tags: Education, NEET 2023