NEET UG 2023: আজই শুরু NEET UG 2023-এর রেজিস্ট্রেশন! জেনে নিন কীভাবে আবেদন করবেন
- Published by:Ankita Tripathi
Last Updated:
ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট আন্ডারগ্র্যাজুয়েট অর্থাৎ NEET UG-এর অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে আজ ১ মার্চ থেকে
নয়াদিল্লি: ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট আন্ডারগ্র্যাজুয়েট অর্থাৎ NEET UG 2023-এর অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে আজ ১ মার্চ থেকে৷ এনটিএ-এর পক্ষ থেকে জানানো হচ্ছে অ্যাপ্লিকেশন প্রকাশ হওয়ার পর থেকেই ছাত্রছাত্রীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন৷
অফিসিয়াল ওয়েবসাইট- neet.nta.nic.in
সাইটে গিয়ে প্রার্থীদের প্রথমে নিজেদের রেজিস্টার করতে হবে৷ তারপর প্রয়োজনীয় নথিপত্রগুলি সংযুক্ত করে আবেদনর প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে৷ সংস্থার পক্ষ থেকে প্রকাশিত সময়সূচি অনুযায়ী ২০২৩ সালের নিট পরীক্ষা ৭ মে তারিখ শুরু হবে৷
কারা আবেদন করতে পারবেন?
advertisement
শিক্ষাগত যোগ্যতা: যে সমস্ত ছাত্রছাত্রীরা দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় বিজ্ঞান বিভাগে মেইন সাবজেক্ট অর্থাৎ প্রধান বিষয় হিসেবে বায়োলজি নিয়ে পাশ করেছেন তারা সকলেই আবেদন করতে পারবেন৷ তবে জেনারেল ক্যাটাগরির ছাত্রছাত্রীদের অন্তত ৫০ শতাংশ নম্বর থাকতে হবে, সঙ্গে রিজার্ভড ক্যাটাগরির ছাত্রছাত্রীদের অন্তত ৪০ শতাংশ নম্বর থাকতেই হবে৷
advertisement
বয়স সীমা: আবেদনকারী ছাত্রছাত্রীদের বয়স কমপক্ষে ১৭ বছর হতেই হবে৷ তবে এক্ষেত্রে বয়সের কোনও উর্ধ্বসীমা নেই৷
কীভাবে আবেদন করবেন?
ধাপ ১: এনটিএ নিটের অফিসিয়াল ওয়েবসাইটে যান
ধাপ ২: NEET UG 2023 এর রেজিস্ট্রেশন লিঙ্কটি উপলব্ধ হলে সেটিতে ক্লিক করুন
ধাপ ৩: NEET UG 2023-এর অ্যাপ্লিকেশনের জন্য প্রার্থীদের সমস্ত বিশদ তথ্য রেজিস্টার করতে হবে
advertisement
ধাপ ৪: সমস্ত স্ক্যান করা ছবি এবং স্বাক্ষর নির্ধারিত পদ্ধতিতে আপলোড করুন।
ধাপ ৫: অনলাইন পেমেন্ট মোডে প্রয়োজনীয় ফি জমা দিন
ধাপ ৬: এবার আবেদন পত্রটি ডাউনলোড করুন
আবেদনের জন্য কত খরচ লাগবে জেনে নিন
advertisement
জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ১৬০০ টাকা ফি দিতে হবে৷ সঙ্গে ইডাব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরিতে ছাত্রছাত্রীদের কে ১৫০০ টাকা দিতে ৷ এবং এসসি, এসটি, পিডাব্লিউডি এবং তৃতীয় লিঙ্গের ব্যাক্তিদের ৯০০ টাকা ফি দিতে হবে৷
advertisement
ইংরেজি, হিন্দি, অসমীয়া, বাংলা, গুজরাটি, কন্নড়, মালায়ালম, মরাঠি, ওড়িয়া, পঞ্জাবি, তামিল, তেলেগু এবং উর্দু-সহ ১৩টি ভাষায় হবে NEET পরীক্ষা। প্রতি বছর, ১৫ থেকে ১৮ লক্ষেরও বেশি প্রার্থী মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় অংশ নেয়। NEET-UG 2023- পরীক্ষার মাধ্যমে কোন বিভাগে কত সিট আছে দেখে নিন
৯১,৮২৭ MBBS, ২৭,৬৯৮ BDS, ৫২,৭২০AYUSH, ৪৮৭ BSc নার্সিং, এবং ৬০৩ BVSc সিট ১৮৯৯ AIIMS MBBS এবং ২৪৯ জন প্রার্থীকে JIPMER MBBS-সংখ্যক সিট রয়েছে৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 01, 2023 6:17 PM IST