NEET UG 2023: আজই শুরু NEET UG 2023-এর রেজিস্ট্রেশন! জেনে নিন কীভাবে আবেদন করবেন

Last Updated:

ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট আন্ডারগ্র্যাজুয়েট অর্থাৎ NEET UG-এর অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে আজ ১ মার্চ থেকে

আজই শুরু NEET UG 2023-এর রেজিস্ট্রেশন! জেনে নিন কীভাবে আবেদন করবেন
আজই শুরু NEET UG 2023-এর রেজিস্ট্রেশন! জেনে নিন কীভাবে আবেদন করবেন
নয়াদিল্লি: ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট আন্ডারগ্র্যাজুয়েট অর্থাৎ NEET UG 2023-এর অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে আজ ১ মার্চ থেকে৷ এনটিএ-এর পক্ষ থেকে জানানো হচ্ছে অ্যাপ্লিকেশন প্রকাশ হওয়ার পর থেকেই ছাত্রছাত্রীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন৷
অফিসিয়াল ওয়েবসাইট- neet.nta.nic.in
সাইটে গিয়ে প্রার্থীদের প্রথমে নিজেদের রেজিস্টার করতে হবে৷ তারপর প্রয়োজনীয় নথিপত্রগুলি সংযুক্ত করে আবেদনর প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে৷ সংস্থার পক্ষ থেকে প্রকাশিত সময়সূচি অনুযায়ী ২০২৩ সালের নিট পরীক্ষা ৭ মে তারিখ শুরু হবে৷
কারা আবেদন করতে পারবেন?
advertisement
শিক্ষাগত যোগ্যতা: যে সমস্ত ছাত্রছাত্রীরা দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় বিজ্ঞান বিভাগে মেইন সাবজেক্ট অর্থাৎ প্রধান বিষয় হিসেবে বায়োলজি নিয়ে পাশ করেছেন তারা সকলেই আবেদন করতে পারবেন৷ তবে জেনারেল ক্যাটাগরির ছাত্রছাত্রীদের অন্তত ৫০ শতাংশ নম্বর থাকতে হবে, সঙ্গে রিজার্ভড ক্যাটাগরির ছাত্রছাত্রীদের অন্তত ৪০ শতাংশ নম্বর থাকতেই হবে৷
advertisement
বয়স সীমা: আবেদনকারী ছাত্রছাত্রীদের বয়স কমপক্ষে ১৭ বছর হতেই হবে৷ তবে এক্ষেত্রে বয়সের কোনও উর্ধ্বসীমা নেই৷

কীভাবে আবেদন করবেন?

ধাপ ১: এনটিএ নিটের অফিসিয়াল ওয়েবসাইটে যান
ধাপ ২: NEET UG 2023 এর রেজিস্ট্রেশন লিঙ্কটি উপলব্ধ হলে সেটিতে ক্লিক করুন
ধাপ ৩: NEET UG 2023-এর অ্যাপ্লিকেশনের জন্য প্রার্থীদের সমস্ত বিশদ তথ্য রেজিস্টার করতে হবে
advertisement
ধাপ ৪: সমস্ত স্ক্যান করা ছবি এবং স্বাক্ষর নির্ধারিত পদ্ধতিতে আপলোড করুন।
ধাপ ৫: অনলাইন পেমেন্ট মোডে প্রয়োজনীয় ফি জমা দিন
ধাপ ৬: এবার আবেদন পত্রটি ডাউনলোড করুন

আবেদনের জন্য কত খরচ লাগবে জেনে নিন

advertisement
জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ১৬০০ টাকা ফি দিতে হবে৷ সঙ্গে ইডাব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরিতে ছাত্রছাত্রীদের কে ১৫০০ টাকা দিতে ৷ এবং এসসি, এসটি, পিডাব্লিউডি এবং তৃতীয় লিঙ্গের ব্যাক্তিদের ৯০০ টাকা ফি দিতে হবে৷
advertisement
ইংরেজি, হিন্দি, অসমীয়া, বাংলা, গুজরাটি, কন্নড়, মালায়ালম, মরাঠি, ওড়িয়া, পঞ্জাবি, তামিল, তেলেগু এবং উর্দু-সহ ১৩টি ভাষায় হবে NEET পরীক্ষা। প্রতি বছর, ১৫ থেকে ১৮ লক্ষেরও বেশি প্রার্থী মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় অংশ নেয়। NEET-UG 2023- পরীক্ষার মাধ্যমে কোন বিভাগে কত সিট আছে দেখে নিন
৯১,৮২৭ MBBS, ২৭,৬৯৮ BDS, ৫২,৭২০AYUSH, ৪৮৭ BSc নার্সিং, এবং ৬০৩ BVSc সিট ১৮৯৯ AIIMS MBBS এবং ২৪৯ জন প্রার্থীকে JIPMER MBBS-সংখ্যক সিট রয়েছে৷
বাংলা খবর/ খবর/শিক্ষা/
NEET UG 2023: আজই শুরু NEET UG 2023-এর রেজিস্ট্রেশন! জেনে নিন কীভাবে আবেদন করবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement