TRENDING:

শিক্ষক বদলি নিয়ে বড় নির্দেশ রাজ্যের! বছরে দু’বার হবে শিক্ষক বদলি, জারি নির্দেশিকা

Last Updated:

স্কুলগুলিতে ছাত্র শিক্ষক অনুপাত বজায় রাখতেও এই সিদ্ধান্ত বলে দাবি করা হয়েছে নির্দেশিকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শিক্ষকদের বদলি নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য স্কুল শিক্ষা দফতর। বছরে হবে দু’বার বদলি। বৃহস্পতিবার তার গেজেট নোটিফিকেশন জারি করল রাজ্য স্কুল শিক্ষা দফতর।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

নোটিফিকেশন করে জানানো হয়েছে, গ্রীষ্মকাল ও শীতকাল, এই দুই সময় হবে শিক্ষকদের বদলি হবে। পঠন পাঠন পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে নির্দেশিকায়। স্কুলগুলিতে ছাত্র শিক্ষক অনুপাত বজায় রাখতেও এই সিদ্ধান্ত বলে দাবি করা হয়েছে নির্দেশিকায়।

পাশাপাশি ডিসেম্বর মাস পর্যন্ত উৎসশ্রী পোর্টালের মাধ্যমে বদলি প্রক্রিয়া স্থগিত করল রাজ্য স্কুল শিক্ষা দফতর। তবে বদলি প্রক্রিয়া স্থগিত করলেও এর জন্য একটি নির্দিষ্ট নীতি তৈরি করছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। মূলত গ্রীষ্মকাল ও শীতকাল এই দুই সময় হবে বদলি।

advertisement

আরও পড়ুন : পুরনো ছন্দে টালা ব্রিজ! আজ থেকে শুরু বাস চলাচল! কোন কোন বাস রুট চালু ফের? রইল তালিকা

আরও পড়ুন : অভিষেকের 'মাথায় গুলি' মন্তব্যের জের..., আদালতে মামলা করলেন সুকান্ত মজুমদার

তবে বদলি প্রক্রিয়া স্থগিত করলেও বদলির জন্য আবেদন করা যাবে। এর জন্য পোর্টাল বন্ধ করা হচ্ছে না। এই বদলি  প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যদিও গত সপ্তাহে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক শিক্ষকদের বদলি প্রক্রিয়া স্থগিত করে দিয়েছে। মূলত শিক্ষক নিয়োগ নিয়ে শূন্য পদ যাতে সংরক্ষিত থাকে তার জন্য এই বদলি প্রক্রিয়া স্থগিত করে দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সূত্রের খবর রাজ্য এগোচ্ছে নতুন নিয়োগের দিকে।

advertisement

অর্থাৎ নবম-দশম, একাদশ- দ্বাদশ স্তরে স্কুল শিক্ষা দফতর নতুন নিয়োগের প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই তার শূন্য পদ চূড়ান্ত হয়ে গেছে। রোস্টার তৈরির জন্য অনগ্রসর কল্যাণ দফতরকে পাঠানো হয়েছে। যা নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছে নবান্ন। যদিও স্কুল শিক্ষক ও আধিকারিকদের দাবি এই শূন্য পদগুলি তৈরি ও সংরক্ষিত করার জন্যই গোটা বদলি প্রক্রিয়াকে আপাতত স্থগিত রাখা হল।

advertisement

ইতিমধ্যেই এই উৎসশ্রী পোর্টালের মাধ্যমে ২০ হাজারেরও বেশি শিক্ষক বাড়ির কাছে বদলির সুযোগ পেয়েছেন। কয়েক হাজার প্রাথমিক শিক্ষক ও এই পোর্টালের মাধ্যমে বদলির সুযোগ পেয়েছেন। যদিও মঙ্গলবার আনুষ্ঠানিক ঘোষণা হলেও শীঘ্রই রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হবে বলেই দাবি করেছে স্কুল শিক্ষা দফতর।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

advertisement

বাংলা খবর/ খবর/চাকরি/
শিক্ষক বদলি নিয়ে বড় নির্দেশ রাজ্যের! বছরে দু’বার হবে শিক্ষক বদলি, জারি নির্দেশিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল