TRENDING:

Ministry of Finance Recruitment 2022: মিনিস্ট্রি অফ ফিনান্সের অধীনে বিভিন্ন পদে নিয়োগ, জানুন বিশদে

Last Updated:

Ministry of Finance Recruitment 2022 : গত ৮ তারিখ থেকে ১৪ অক্টোবর, ২০২২ তারিখের এমপ্লয়মেন্ট নিউজে এই বিজ্ঞাপনটি প্রকাশ হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সম্প্রতি মিনিস্ট্রি অফ ফিনান্সের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ডিরেক্টরস/ডেপুটি সেক্রেটারি এবং আন্ডার সেক্রেটারি পদে ডেপুটেশনের ভিত্তিতে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্সে নিয়োগের আবেদন জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা মিনিস্ট্রি অফ ফিনান্সের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement

আবেদনের তারিখ:

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। গত ৮ তারিখ থেকে ১৪ অক্টোবর, ২০২২ তারিখের এমপ্লয়মেন্ট নিউজে এই বিজ্ঞাপনটি প্রকাশ হয়েছে। প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ৩ সপ্তাহের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন ও অফলাইন দুই ভাবেই আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

advertisement

শূন্যপদের সংখ্যা ও বিবরণ:

প্রতিষ্ঠানের তরফে মোট ৪টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।

ডিরেক্টর/ ডেপুটি সেক্রেটারি- ২টি পদ

আন্ডার সেক্রেটারি/ ডেপুটি সেক্রেটারি- ২টি পদ

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: মিনিস্ট্রি অফ ফিনান্স
পদের নাম: ডিরেক্টরস/ডেপুটি সেক্রেটারি এবং আন্ডার সেক্রেটারি
শূন্যপদের সংখ্যা:
কাজের স্থান: ভারত
নির্বাচন পদ্ধতি: বিশদ দেখুন
আবেদন শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: বিশদ দেখুন
বেতনক্রম: বিশদ দেখুন
আবেদন পদ্ধতি: অনলাইন ও অফলাইন
আবেদনের শেষ তারিখ: বিজ্ঞপ্তি প্রকাশের ৩ সপ্তাহের মধ্যে

advertisement

আরও পড়ুন: এলআইসি, ব্যাঙ্কিং থেকে এয়ারপোর্টে! একাধিক শূণ্য়পদে চাকরির হদিশ, আবেদন করুন এখনই!

নির্বাচন পদ্ধতি:

অফিসারদের পাঠানো আবেদনপত্র ও বায়োডেটার প্রথমে স্ক্রিনিং করা হবে। এরপর নির্বাচন কর্তৃপক্ষের দ্বারা গোপনীয় রিপোর্ট ডসিয়ার করা হবে। উল্লিখিত পদে নির্বাচনের জন্য সবশেষে প্রার্থীদের ভাইভা বা পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে।

advertisement

ডেপুটেশনের মেয়াদ:

কেন্দ্রীয় সরকারের একই বা অন্য কোনও সংস্থায় কর্মরতদের এই নিয়োগ পদ্ধতিতে ৫ বছরের জন্য নিযুক্ত করা হবে।

বয়সসীমা:

বয়স ৫৬ বছরের মধ্যে হতে হবে।

আরও পড়ুন: সুস্মিতার 'দিলবর' গানে রাস্তায় উদ্দাম নাচ তরুণীর! সঙ্গে কোমর দোলালেন অটোওয়ালা, তুমুল ভাইরাল ভিডিও...

বেতন:

advertisement

ডিরেক্টর/ ডেপুটি সেক্রেটারি- পে ম্যাট্রিক্স লেভেল ১৩/লেভেল ১২

আন্ডার সেক্রেটারি/ ডেপুটি সেক্রেটারি- পে ম্যাট্রিক্স লেভেল ১১

আবেদনের যোগ্যতা:

আন্ডার সেক্রেটারি/ ডেপুটি ডিরেক্টরের- কেন্দ্রীয় সরকার/রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চল, পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা সরকারি বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত গবেষণা প্রতিষ্ঠান, আধা-সরকারি বা অটোনমাস কোনও সংস্থা বা স্ট্যাটুটরি অর্গানাইজেশনের অধীনস্থ কর্মকর্তারা আবেদনের যোগ্য।

প্যারেন্ট ক্যাডার বা বিভাগে ৫ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছেন এমন প্রার্থীরা আবেদনের যোগ্য।

প্রয়োজনীয় সার্টিফিকেট:

এমপ্লয়ার বা ক্যাডারে কন্ট্রোলিং অথরিটি দ্বারা ইস্যু করা বিভিন্ন প্রয়োজনীয় সার্টিফিকেট জমা দিতে হবে।

১। শ্রী ………………/ শ্রীমতির বিরুদ্ধে কোনও ভিজিল্যান্স কেস বা শাস্তিমূলক মামলা মুলতুবি রয়েছে বা চলছে এমন কেস থাকলে প্রার্থীদের বিবেচনা করা হয় না।

২। সার্টিফায়েড ইন্টিগ্রিটি থাকতে হবে।

৩। কনফিডেন্সিয়াল রিপোর্ট ডসিয়ার (বার্ষিক অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্টের জেরক্স কপি)/ পূর্ববর্তী ৫ বছরের অ্যানুয়াল পারফরমেন্স আপরাইজাল রিপোর্ট, ভারত সরকারের আন্ডার সেক্রেটারির পদমর্যাদায় রয়েছেন এমন অফিসার দ্বারা সমস্ত রিপোর্ট অ্যাটেস্টেড করাতে হবে।

৪। গত ১০ বছরে প্রার্থীদের উপর বড় বা ছোট কোনও রকমের পেনাল্টি আরোপ করা হয়নি তার একটি প্রমাণপত্র জমা দিতে হবে (গত ১০ বছরে প্রার্থীদের উপর যদি বড় বা ছোট পেনাল্টি থেকে থাকে তবে তার একটি তালিকা অবশ্যই দিতে হবে)

আবেদন পদ্ধতি:

যে সমস্ত কর্মকর্তারা মিনিস্ট্রি অফ ফিনান্সের অধীনে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্যতার মানদণ্ড পূরণ করেছেন তারা মেইলের মাধ্যমে যথাযথ ভাবে পূরণ করা মেল করতে পারেন।

আবেদন জমা দেওয়ার ই-মেল আইডি: ALOKKUMAR.TIWARI@NIC.IN

আবেদনপত্র অনলাইনে জমা দেওয়া ছাড়াও প্রার্থীদের আবেদনের পূরণ করা একটি কপি ও প্রয়োজনীয় ডকুমেন্ট প্রতিষ্ঠানের নিজস্ব ঠিকানায় পাঠাতে হবে। খামের ওপর “APPLICATION FOR THE POST………………… ON DEPUTATION BASIS (INCLUDING SHORT TERM CONTRACT)” উল্লেখ করে দিতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা, ‘SHRI ALOK KUMAR TIWARI, UNDER-SECRETARY TO THE GOVERNMENT OF INDIA, DEPARTMENT OF ECONOMIC AFFAIRS, MINISTRY OF FINANCE, ROOM NO. 234, 2ND FLOOR NORTH BLOCK, NEW DELHI 110 001’।

বাংলা খবর/ খবর/চাকরি/
Ministry of Finance Recruitment 2022: মিনিস্ট্রি অফ ফিনান্সের অধীনে বিভিন্ন পদে নিয়োগ, জানুন বিশদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল