এলআইসি, ব্যাঙ্কিং থেকে এয়ারপোর্টে! একাধিক শূণ্য়পদে চাকরির হদিশ, আবেদন করুন এখনই!
- Published by:Aryama Das
Last Updated:
যে সকল প্রার্থীরা সরকারি চাকরির প্রস্ততি নিচ্ছেন তাঁদের জন্য সুখবর!
যে সকল প্রার্থীরা সরকারি চাকরির প্রস্ততি নিচ্ছেন তাঁদের জন্য সুখবর! এই সপ্তাহের সরকারি চাকরির বিজ্ঞাপনে চণ্ডীগড় পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর (একজিকিউটিভ) পদ থেকে শুরু করে ব্যাঙ্ক অফ বরোদার সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার, এলআইসি সহ আরও নানান চাকরির পরীক্ষার হদিশ রয়েছে।
লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২২: সম্প্রতি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফে এক বিজ্ঞপ্তি জারি করে চিফ টেকনিক্যাল অফিসার, চিফ ডিজিটাল অফিসার এবং চিফ ইনফরমেশন সিকিউরিটি পদে নিয়োগের আবেদন জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement
পদের নাম: চিফ টেকনিক্যাল অফিসার (সিটিও), চিফ ডিজিটাল অফিসার (সিডিও)
advertisement
আবেদনের শেষ তারিখ: ১০ অক্টোবর, ২০২২
সম্প্রতি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে পাইপলাইন বিভাগের বিভিন্ন স্থানে নন-একজিকিউটিভ পদে নিয়োগের আবেদন জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement
পদের নাম: নন-একজিকিউটিভ
শূন্যপদের সংখ্যা: ৫৬
আবেদনের শেষ তারিখ: ১০ অক্টোবর, ২০২২
রেলওয়ে রিক্রুটমেন্ট ২০২২: সম্প্রতি সাউথ রেলওয়ের তরফে এক বিজ্ঞপ্তি জারি অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের আবেদন জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা সাউথ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
পদের নাম: অ্যাপ্রেন্টিস
advertisement
শূন্যপদের সংখ্যা: ১৩৪৩
আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর, 2022
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের https://www.india.com/education/southern-railway-apprentice-recruitment-2022-notification-pdf-for-1343-posts-check-eligibililty-selection-application-link-at-sr-indianrailways-gov-in-railway-bharti-sarkari-naukri-5670231/ করে দেখতে পারেন।
ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ ফোর্স রিক্রুটমেন্ট ২০২২: সম্প্রতি ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ ফোর্সের তরফে এক বিজ্ঞপ্তি জারি হেড কনস্টেবল (এডুকেশন এবং স্ট্রেস কাউন্সেলর) গ্রুপ 'সি' নন-গেজেটেড (নন-মিনিস্ট্রিয়াল) পদে নিয়োগের আবেদন জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ ফোর্সের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement
পদের নাম: হেড কনস্টেবল (এডুকেশন ও স্ট্রেস কাউন্সেলর) গ্রুপ ‘সি’
আবেদন শুরু: ১৩ অক্টোবর, ২০২২
আবেদনের শেষ তারিখ: ১১ নভেম্বর, ২০২২
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের https://www.india.com/education/itbp-head-constable-recruitment-2022-job-notification-eligibility-criteria-selection-process-registration-dates-vacancies-at-recruitment-itbpolice-nic-in-naukri-itbp-bharti-5670149/ করে দেখতে পারেন।
ইউকো ব্যাঙ্ক রিক্রুটমেন্ট ২০২২: ইউকো ব্যাঙ্কের তরফে এক বিজ্ঞপ্তি সিকিউরিটি অফিসার পদে নিয়োগের আবেদন জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইউকো ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement
পদের নাম: সিকিউরিটি অফিসার
আবেদনের শেষ তারিখ: ১৯ অক্টোবর, ২০২২
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের https://www.india.com/education/uco-bank-recruitment-2022-notification-check-application-form-salary-eligibility-at-ucobank-com-banking-jobs-employment-news-uco-bank-bharti-5651416/ করে দেখতে পারেন।
চণ্ডীগড় এএসআই পুলিশ রিক্রুটমেন্ট ২০২২: চণ্ডীগড় পুলিশের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে গ্রুপ সি-অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর (একজিকিউটিভ) পদে নিয়োগের আবেদন জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা চণ্ডীগড় পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement
পদের নাম: সি-অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর (একজিকিউটিভ)
আবেদনের শেষ তারিখ: ২০ অক্টোবর, ২০২২
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের https://www.india.com/education/chandigarh-asi-police-recruitment-2022-notification-application-form-salary-eligibility-fee-chandigarhpolice-gov-in-government-jobs-police-bharti-sarkari-naukri-5655888/ করে দেখতে পারেন।
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২২: এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (ফায়ার সার্ভিস) পদে নিয়োগের জন্য পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ছত্তিসগঢ়, ঝাড়খণ্ড, আন্দামান ও নিকোবর, এবং সিকিমে বসবাসকারী প্রার্থীদের থেকে আবেদন জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
পদের নাম: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (ফায়ার সার্ভিস), সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রনিক্স) এবং অন্যান্য
আবেদনের শেষ তারিখ: নভেম্বর ১১, ২০২২
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের https://www.india.com/education/aai-recruitment-2022-job-notification-check-vacancy-eligibility-selection-at-aai-aero-airports-authority-of-india-naukri-jobs-5666673/ করে দেখতে পারেন।
ব্যাঙ্ক অফ বরোদা রিক্রুটমেন্ট ২০২২: ব্যাঙ্ক অফ বরোদার তরফে এক বিজ্ঞপ্তি জারি করে সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার, ই-ওয়েলথ রিলেশনশিপ ম্যানেজার এবং অন্যান্য পদে নিয়োগের জন্য আবেদন জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
পদের নাম: সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার, ই-ওয়েলথ রিলেশনশিপ ম্যানেজার
আবেদনের শেষ তারিখ: অক্টোবর ২০, ২০২২
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের https://www.india.com/education/bank-of-baroda-bob-recruitment-application-form-notification-last-date-vacancy-at-bankofbaroda-co-in-banking-bank-bharti-jobs-5664806/ করে দেখতে পারেন।
Location :
First Published :
October 10, 2022 5:41 PM IST