Viral Video : সুস্মিতার 'দিলবর' গানে রাস্তায় উদ্দাম নাচ তরুণীর! সঙ্গে কোমর দোলালেন অটোওয়ালা, তুমুল ভাইরাল ভিডিও...

Last Updated:

একজন বলেন, 'কোনও সন্দেহ নেই যে সেরা নৃত্যশিল্পী সবসময় পিছনে পাওয়া যায়'

একটি ভাইরাল ভিডিওতে, একটি মেয়েকে সুস্মিতা সেনের দিলবর গানে রাস্তায় নাচতে দেখা যায়। আশ্চর্যজনকভাবে এক অটোওয়ালা তাঁর সঙ্গে মজা করে নাচে যোগ দেন।
আজকাল সবাইকে ইনস্টাগ্রাম রিল তৈরি করতে জনপ্রিয় গানে নাচতে দেখা যায়। বেশিরভাগ সময় রাস্তায় সবার সামনে পারফর্ম্য়ান্সে আসেপাশের লোকজন অত্যন্ত কৌতূহলী হয়ে পড়েন। যাইহোক, ভিডিওটি ভাইরাল হওয়ার কারণ মহিলার নাচের স্টেপ নয়, এর কারণ পল একজন অটোরিকশা চালক। তিনি মহিলার সঙ্গে নাচতে শুরু করেন তিনি, শেষ পর্যন্ত দিলবরের মনোমুগ্ধকর বিটে নাচতে থাকেন।
advertisement
দেখুন সেই ভিডিও:
advertisement
ভিডিওটি ট্য়ুইটারে শেয়ার করেন এক ব্য়ক্তি। হু হু করে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।
advertisement
আমাদের মনোযোগ অবিলম্বে ওই পুরুষের দিকেই যাবে। মহিলার নাচের চালগুলি কিছুটা অদ্ভুত কিন্তু হাস্যকর উপায়ে অনুকরণ করার চেষ্টা করছে ওই ব্য়ক্তি। এই ভিডিও ভাইরাল হওয়ার পর টুইটারে মজার মজার কমেন্টের বন্যা বইছে। একজন ব্যবহারকারী লিখেছেন, 'হাহাহা। সত্যি সত্যি থাকলে সেখানে হাসতে হাসতে মরে যেতাম...' 'কারা এরা? এটি প্রমাণ করে যে মুম্বইবাসীর হাতে প্রচুর সময়..', অন্য একজন ব্যবহারকারী লিখেছেন। অন্য একজন বলেন, 'কোনও সন্দেহ নেই যে সেরা নৃত্যশিল্পী সবসময় পিছনে পাওয়া যায়'।
advertisement
ভিডিওতে ২৫০হাজার ভিউ দেখা গিয়েছে। লোকটির অদ্ভুত নাচই তবে আকর্ষণের কেন্দ্রে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video : সুস্মিতার 'দিলবর' গানে রাস্তায় উদ্দাম নাচ তরুণীর! সঙ্গে কোমর দোলালেন অটোওয়ালা, তুমুল ভাইরাল ভিডিও...
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement