সূত্রের খবর, গ্রুপ ডি, অ্যাসিস্টেন্ট লাইব্রেরিয়ান, কৃষি দফতরে অ্যাসিস্টেন্ট ডিরেক্টর, উদ্যান পালনে অফিসার, একলব্য স্কুল তৈরি, ঝাড়গ্রামে ২২ জন হোমগার্ড, কোচবিহারে কেএলওদের মূলস্রোতে ফেরাতে চাকরি, মাদ্রাসায় বিপুল নিয়োগ, দার্জিলিং ও কালিম্পংয়েও থাকবে সরকারি চাকরির সুযোগ।
আরও পড়ুন: সরকারি চাকরির মহাসুযোগ, WBCS ২০২৩-এর বিজ্ঞপ্তি প্রকাশ! জানুন বিস্তারিত
আরও পড়ুন: মাধ্যমিক পাশদের সেনাবাহিনীতে কাজের সেরা সুযোগ, দেখে নিন বিস্তারিত
advertisement
১৭২৯ শূন্যপদে নিয়োগ হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এছাড়া কৃষিতে ১২২ টি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে নিয়োগ হবে, কোচবিহারে কেএলও ছেড়ে দেওয়া ২ জনকে ও ঝাড়গ্রামে মাওবাদ থেকে মূলস্রোতে ফেরা ২২ জনকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে। পুরুলিয়ায় দুটি একলব্য মডেল স্কুল তৈরি হবে বলেও জানা গিয়েছে। এদিন ক্যাবিনেটে একাধিক দফতরের নিয়োগ নিয়ে সিদ্ধান্ত হয়েছে। দোল উৎসবে এলাকায় জনপ্রতিনিধিদের থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
আবীর ঘোষাল