TRENDING:

Bank of Baroda Recruitment 2022: ব্যাঙ্ক অফ বরোদার বিভিন্ন পদে নিয়োগ! জেনে নিন খুঁটিনাটি

Last Updated:

প্রার্থীদের আগামী ৯ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি ব্যাঙ্ক অফ বরোদার তরফে এক বিজ্ঞপ্তি জারি করে সিনিয়র কোয়ালিটি অ্যাসুরেন্স লিড, ডেভেলপার- মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এবং অন্যান্য পদে নিয়োগের জন্য প্রার্থীদের থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
Job Vacancy: bank of baroda recruitment 2022
Job Vacancy: bank of baroda recruitment 2022
advertisement

ব্যাঙ্ক অফ বরোদা রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৯ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

advertisement

আরও পড়ুন -  Health Tips: সিজন চেঞ্জের সময় গলাব্যথা? বরফের টুকরো বা আইসক্রিম চুষে খেলেই মিরাকেল

ব্যাঙ্ক অফ বরোদা রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ

প্রতিষ্ঠানের তরফে মোট ৬০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

সিনিয়র কোয়ালিটি অ্যাসুরেন্স লিড: ২টি পদ

কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার: ৬টি পদ

advertisement

জুনিয়র কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার: ৫টি পদ

সিনিয়র ডেভেলপার -ফুল স্ট্যাক জাভা: ১৬টি পদ

ডেভেলপার- ফুল স্ট্যাক জাভা: ১৩টি পদ

ডেভেলপার -ফুল স্ট্যাক. নেট অ্যান্ড জাভা: ৬টি পদ

সিনিয়র ডেভেলপার– মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট: ৪টি পদ

ডেভেলপার- মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট: ৬টি পদ

সিনিয়র ইউআই/ইউএক্স ডিজাইনার: ১টি পদ

ইউআই/ইউএক্স ডিজাইনার: ১টি পদ

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

advertisement

সংস্থা ব্যাঙ্ক অফ বরোদা
পদের নাম সিনিয়র কোয়ালিটি অ্যাসুরেন্স লিড, ডেভেলপার- মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এবং অন্যান্য পদ
শূন্যপদের সংখ্যা ৬০
কাজের স্থান বিশদ দেখুন
নির্বাচন পদ্ধতি বিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরু বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা বিশদ দেখুন
বেতনক্রম বিশদ দেখুন
আবেদন পদ্ধতি অনলাইন
আবেদনের শেষ তারিখ ০৯.১১.২০২২

advertisement

আরও পড়ুন -   IND vs BAN: মহা গুরুত্বপূর্ণ বাংলাদেশ ম্যাচে বৃষ্টির প্রবল সম্ভাবনা, ওয়েদার আপডেট ভয় দেখাচ্ছে

ব্যাঙ্ক অফ বরোদা রিক্রুটমেন্ট ২০২২: শিক্ষাগত যোগ্যতা

সিনিয়র কোয়ালিটি অ্যাসুরেন্স লিড: কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজিতে বি.ই/ বি.টেক. ডিগ্রি।

কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার: কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজিতে বি.ই/ বি.টেক. ডিগ্রি।

জুনিয়র কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার: কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজিতে বি.ই/ বি.টেক. ডিগ্রি।

সিনিয়র ডেভেলপার- ফুল স্ট্যাক জাভা: কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজিতে বি.ই/ বি.টেক. ডিগ্রি।

ব্যাঙ্ক অফ বরোদা রিক্রুটমেন্ট ২০২২: আবেদন ফি

জেনারেল ক্যাটাগরির প্রার্থী, ইডব্লুএস এবং ওবিসি বিভাগের প্রার্থীদের জন্য ৬০০ টাকা এবং এসসি, এসটি, পিডব্লুডি ও মহিলা প্রার্থীদের জন্য ১০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।

ব্যাঙ্ক অফ বরোদা রিক্রুটমেন্ট ২০২২: নির্বাচন প্রক্রিয়া

প্রার্থীদের নাম শর্টলিস্টিং করে তার পর ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

ব্যাঙ্ক অফ বরোদা রিক্রুটমেন্ট ২০২২: আবেদন পদ্ধতি

প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে www.bankofbaroda.in/Career.htm যেতে হবে

অফিসিয়াল ফরম্যাটে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে

এর পর কেরিয়ারস>কারেন্ট>অপরচুনিস্ট লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে

ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড / ইন্টারনেট ব্যাঙ্কিং ইত্যাদির দ্বারা আবেদন ফি জমা দিয়ে আবেদনের ফর্মটি জমা দিতে হবে

ভবিষ্যতের রেফারেন্সের জন্য আবেদনপত্রের একটি কপি প্রিন্ট করে নিতে হবে

বাংলা খবর/ খবর/চাকরি/
Bank of Baroda Recruitment 2022: ব্যাঙ্ক অফ বরোদার বিভিন্ন পদে নিয়োগ! জেনে নিন খুঁটিনাটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল