IND vs BAN: মহা গুরুত্বপূর্ণ বাংলাদেশ ম্যাচে বৃষ্টির প্রবল সম্ভাবনা, ওয়েদার আপডেট ভয় দেখাচ্ছে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
প্রথমে পাকিস্তান বধ, তারপর নেদারল্যান্ডসকে হেলায় হারালেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারতে হয়েছে রোহিত শর্মার টিম ইন্ডিয়াকে৷
#অ্যাডিলেড: এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের চতুর্থ ম্যাচে প্রতিপক্ষ বাংলাদেশ৷ প্রথমে পাকিস্তান বধ, তারপর নেদারল্যান্ডসকে হেলায় হারালেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারতে হয়েছে রোহিত শর্মার টিম ইন্ডিয়াকে৷ এরই জেরে ফের একবার একটু বেশিই গুরুত্বপূর্ণ ভারত বনাম বাংলাদেশ ম্যাচ৷ কারণ ভারতের দুটি ম্যাচ বাকি রয়েছে৷ এই ম্যাচের একটি নিশ্চিতভাবে জিতলে তবেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যাবে ভারতের৷
এদিকে এই ভারত বনাম বাংলাদেশ ম্যাচে রয়েছে বৃষ্টির অশনি সংকেত৷ ওয়েদার ডট কমের পূর্বাভাস অনুযায়ী অ্যাডিলেডে ভারত বনাম বাংলাদেশ ম্যাচে বৃষ্টির সম্ভাবনা ৭৩ শতাংশ৷ ২ নভেম্বরের ম্যাচের দিন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মতো৷ আপেক্ষিক আর্দ্রতা থাকবে দিনের বেলায় ৬১ শতাংশ রাতে তা বেড়ে হয়ে যেতে পারে ৮০ শতাংশ অবধি৷ দিনের বেলা বৃষ্টির সম্ভাবনা ২৪ শতাংশ৷
advertisement

advertisement
আরও পড়ুন - IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের আগে বাজে খবর, স্টার ফিনিশারের খেলা নিয়ে সংশয়ের মেঘ
অ্যাডিলেডের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছটায় ভারত বনাম বাংলাদেশ ম্যাচ হওয়ার কথা রয়েছে৷ ফলে ওয়েদার আপডেট অনুযায়ী বৃষ্টির পূর্বাভাস সেই সময় খুবই জোরালো৷
advertisement
বৃষ্টির কারণে যদি ম্যাচ ভেস্তে যায় তাহলে ভারতীয় দলকে বাংলাদেশের সঙ্গে পয়েন্ট ভাগ করে নিতে হবে৷ যা সেমিফাইনালের রাস্তায় খুব একটা ভালভাবে দেখছে না ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক ও ফ্যানরা৷
Location :
First Published :
October 31, 2022 8:27 AM IST