TRENDING:

IOCL Apprentice Recruitment 2022: ইন্ডিয়ান অয়েলে একাধিক পদে বিপুল নিয়োগ! আজই আবেদন করুন

Last Updated:

প্রার্থীদের আগামী ৩০ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সম্প্রতি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন ট্রেড/ডিসিপ্লিনে পাইপলাইন ডিভিশনে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement

আবেদনের তারিখ:

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৩০ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ:

advertisement

প্রতিষ্ঠানের তরফে মোট ৪৬৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

ইস্টার্ন রিজিওন পাইপলাইনস (ইআরপিএল), নর্দার্ন রিজিওন পাইপলাইনস (এনআরপিএল), সাউথ ইস্টার্ন রিজিওন পাইপলাইনস (এসইআরপি), সাউদার্ন রিজিওন পাইপলাইনস (এসআরপি) এবং ওয়েস্টার্ন রিজিয়ন পাইপলাইন (ডব্লিউআরপি) ডিভিশনে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আরও পড়ুন : সেরা দশেই রইল না 'মিঠাই', TRP মাতালো 'জগদ্ধাত্রী', এই সপ্তাহে মেগার লড়াইয়ে বড় চমক

advertisement

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড
পদের নাম: বিভিন্ন ট্রেড/ডিসিপ্লিনে পাইপলাইন ডিভিশনে অ্যাপ্রেন্টিস
শূন্যপদের সংখ্যা: ৪৬৫
কাজের স্থান: ইস্টার্ন রিজিওন পাইপলাইনস (ইআরপিএল), নর্দার্ন রিজিওন পাইপলাইনস (এনআরপিএল), সাউথ ইস্টার্ন রিজিওন পাইপলাইনস (এসইআরপি), সাউদার্ন রিজিওন পাইপলাইনস (এসআরপি) এবং ওয়েস্টার্ন রিজিয়ন পাইপলাইন (ডব্লিউআরপি) ডিভিশন
নির্বাচন পদ্ধতি: বিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: বিশদ দেখুন
বেতনক্রম: বিশদ দেখুন
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ তারিখ: ৩০.১১.২০২২

advertisement

আরও পড়ুন : 'আরেকটু থাকতে দাও ওকে..', নেট মাধ্যমে সকলের কাছে আবেদন সব্যসাচীর

বয়সসীমা:

প্রার্থীদের বয়স ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখ অনুযায়ী ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি:

প্রার্থীদের সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে- https://iocl.com/

advertisement

এরপর অফিসিয়াল লিঙ্কে গিয়ে আবেদনের লিঙ্কে ক্লিক করে নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে

প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে

ফর্ম জমা দিতে হবে

প্রার্থীরা ভবিষ্যতের রেফারেন্সের জন্য ফর্মের একটি কপি প্রিন্টআউট করিয়ে নিতে পারেন

প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন। সরাসরি আবেদনের লিঙ্ক   https://plapps.indianoil.in/PLApprentice/user/main?adv_no=OQ==&Digest=qB1UN4YsLrV5SBh47ymR/A 

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

প্রার্থীরা ভবিষ্যতের রেফারেন্সের জন্য ফর্মের একটি কপি প্রিন্টআউট করিয়ে নিতে পারেন

বাংলা খবর/ খবর/চাকরি/
IOCL Apprentice Recruitment 2022: ইন্ডিয়ান অয়েলে একাধিক পদে বিপুল নিয়োগ! আজই আবেদন করুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল