মিডিয়া রিপোর্ট অনুসারে, রেল মন্ত্রক সারাদেশে ২১টি আরআরবি-র কাছে শূন্যপদ চেয়েছে। ২০২৩ সাল অর্থাৎ চলতি বছরেই রেলওয়েতে দেড় থেকে দুই লাখ শূন্য পদে নিয়োগ করা হবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ করা হবে গ্রুপ ডি এবং গ্রুপ সি পোস্টে। তারই প্রস্তুতি চলছে। প্রসঙ্গত, পূর্ব, দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিম অঞ্চল ছাড়া প্রতিটি জোনে ১০ হাজারের বেশি শূন্যপদ রয়েছে।
advertisement
আরও পড়ুন: দুর্গাপুর এনআইটিতে সরাসরি নিয়োগ হবে, কী ভাবে আবেদন জানুন
এছাড়া খুব শীঘ্রই গ্রুপ এ এবং গ্রুপ বি পদেও নিয়োগ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিয়োগ হবে ইউপিএসসি-র মাধ্যমে। উল্লেখ্য, ২০২০ সাল থেকে গ্রুপ এ এবং গ্রুপ বি পদে নিয়োগ বন্ধ রয়েছে। আরআরবি এর আগে ১ লাখ ৩ হাজার পদে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। এরপর রেলওয়ে বোর্ডের তরফে আর কোনও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি।
প্যারামেডিক্যাল এবং স্নাতক এনটিপিসি-সহ ১ লাখ ৩৯ হাজার শূন্যপদ সরানো হয়েছে। এসব শূন্যপদ পূরণের প্রক্রিয়া চলছে। জানুয়ারিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন, ২০২২ সালে ভারতীয় রেলের ১৮টি জোনে প্রায় প্রায় ৩.১২ লক্ষ নন-গেজেটেড গ্রুপ-সি এবং ডি পদ ফাঁকা রয়েছে।
আরও পড়ুন: ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ায় বিভিন্ন পদে চাকরির সুযোগ, জানুন বিশদে
প্রসঙ্গত, গ্রুপ ডি-এর অধীনে গ্যাংম্যান, সুইচম্যান, ট্র্যাক ম্যান, গেটম্যান, কেবিন ম্যান, লিভার ম্যান, পয়েন্টস ম্যান, শান্টার, কি ম্যান, ওয়েল্ডার, ফিটার, পোর্টার, ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী ইত্যাদি পদে নিয়োগ করা হয়। অন্য দিকে, গ্রুপ সি-এর দ্বিতীয় ক্যাটাগরিতে পড়ে সহকারী লুপ পাইলট, টেকনিশিয়ান, ক্রেন চালক, কামার, ছুতোর ইত্যাদি পদ।
আরআরবি সম্পর্কে: আরআরবি হল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। সরকারি নিয়োগ সংস্থা। ১৯৯৮ সালে রেল মন্ত্রকের অধীনে এই সংস্থা চালু হয়। এরা ভারতীয় রেলে নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি (এনটিপিসি), গ্রুপ সি এবং গ্রুপ ডি নন-গেজেটেড সিভিল সার্ভিস, জুনিয়র ইঞ্জিনিয়ার, প্যারামেডিক্যাল পদে নিয়োগের জন্য পরীক্ষার আয়োজন করে।