সম্প্রতি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার তরফে এক বিজ্ঞপ্তি জারি করে প্রজেক্ট ম্যানেজার, ম্যানেজার-ফিনান্স এবং অ্যাকাউন্টস ম্যানেজার - হাইওয়ে মেনটেনেন্স, ম্যানেজার-এইচআর এবং অ্যাডমিন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার- অ্যাডমিন, ডেপুটি ম্যানেজার-কমার্শিয়াল এবং কন্ট্রাক্টস এবং অ্যাকাউন্ট্যান্ট পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীদের অফলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
প্রতিষ্ঠানের তরফে মোট ১০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।প্রজেক্ট ম্যানেজার- ৩টি পদম্যানেজার-ফিনান্স এবং অ্যাকাউন্টস- ১টি পদম্যানেজার - হাইওয়ে মেনটেনেন্স- ১টি পদম্যানেজার-এইচআর এবং অ্যাডমিন- ১টি পদঅ্যাসিস্ট্যান্ট ম্যানেজার- অ্যাডমিন- ১টি পদডেপুটি ম্যানেজার-কমার্শিয়াল এবং কন্ট্রাক্টস- ১টি পদঅ্যাকাউন্ট্যান্ট- ২টি পদ
সংস্থা | ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া |
পদের নাম | প্রজেক্ট ম্যানেজার, ম্যানেজার-ফিনান্স এবং অ্যাকাউন্টস ম্যানেজার - হাইওয়ে মেনটেনেন্স, ম্যানেজার-এইচআর এবং অ্যাডমিন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার- অ্যাডমিন, ডেপুটি ম্যানেজার-কমার্শিয়াল এবং কন্ট্রাক্টস এবং অ্যাকাউন্ট্যান্ট |
শূন্যপদের সংখ্যা | ১০ |
কাজের স্থান | ভারত |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদনের শেষ তারিখ | ১৭.০২.২০২৩ |
প্রজেক্ট ম্যানেজার- সর্বোচ্চ ৪০ বছরম্যানেজার-ফিনান্স এবং অ্যাকাউন্টস ম্যানেজার - হাইওয়ে মেনটেনেন্স, ম্যানেজার-এইচআর এবং অ্যাডমিন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার- অ্যাডমিন, ডেপুটি ম্যানেজার-কমার্শিয়াল এবং কন্ট্রাক্টস- সর্বোচ্চ ৩৫ বছরঅ্যাকাউন্ট্যান্ট- সর্বোচ্চ ৩০ বছর
আরও পড়ুন: ব্যাঙ্কে চাকরি খুঁজছেন? ইন্ডিয়া এক্সিম ব্যাঙ্কে বিপুল সুযোগ, অফিসার পদে নিয়োগ!
প্রজেক্ট ম্যানেজার: প্রার্থীদের বিই/বি-টেক (সিভিল) ডিগ্রি থাকতে হবে এবং হাইওয়ে/রোড সেক্টর কোম্পানিতে ন্যূনতম ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।ম্যানেজার-ফিনান্স এবং অ্যাকাউন্ট: প্রার্থীদের সিএ/সিএমএ, হাইওয়ে/রোড সেক্টর কোম্পানিতে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।ম্যানেজার- হাইওয়ে মেনটেনেন্স: প্রার্থীদের বিই/বি-টেক (সিভিল), হাইওয়ে/রোড সেক্টর কোম্পানিতে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার- অ্যাডমিন: প্রার্থীদের এমবিএ/বিবিএ বা সমমানের যোগ্যতা এবং সংশ্লিষ্ট সেক্টরে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।ডেপুটি ম্যানেজার- কমার্সিয়াল এবং কনট্রাক্টস: প্রার্থীদের বিই/ বি-টেক- (সিভিল), হাইওয়ে/রোড সেক্টর কোম্পানিতে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।অ্যাকাউন্ট্যান্ট: প্রার্থীদের ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা সহ সিএ/ সিএমএ বা হাইওয়ে/ইনফ্রা সেক্টর কোম্পানিতে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা সহ এম.কম/ বি.কম ডিগ্রি থাকতে হবে।
আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশ হলেই মিলবে প্রায় লাখের কাছাকাছি বেতন! বিএসএফ-এ চাকরির বড় সুযোগ
প্রজেক্ট ম্যানেজার- ১৫৬০০-৩৯১০০ টাকাম্যানেজার-ফিনান্স এবং অ্যাকাউন্টস- ১৫৬০০-৩৯১০০ টাকাম্যানেজার - হাইওয়ে মেনটেনেন্স- ১৫৬০০-৩৯১০০ টাকাম্যানেজার-এইচআর এবং অ্যাডমিন- ১৫৬০০-৩৯১০০ টাকাঅ্যাসিস্ট্যান্ট ম্যানেজার- অ্যাডমিন- ৯৩০০-৩৪৮০০ টাকাডেপুটি ম্যানেজার-কমার্শিয়াল এবং কন্ট্রাক্টস- ৯৩০০-৩৪৮০০ টাকাঅ্যাকাউন্ট্যান্ট- ৫২০০-২০২০০ টাকা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Central govt jobs, Job News