এএসআই ও এইচসি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ। এই পদে আগ্রহী প্রার্থীদের থেকে আবেদন চাওয়া হয়েছে।
আবেদনের তারিখ
শূন্য পদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে ৫টি শূন্য পদ রয়েছে বলে জানানো হয়েছে।এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য
সংস্থা | বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ |
পদের নাম | এএসআই (কম্পোজিটর এবং মেশিন ম্যান) এবং এইচসি (ইনকার এবং ওয়্যার হাউসম্যান) |
শূন্য পদের সংখ্যা | ৫ |
কাজের স্থান | ভারত |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | এএসআই (কম্পোজিটর এবং মেশিন ম্যান) – স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সঙ্গে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মুদ্রণ এবং সেই সম্পর্কিত অন্যান্য কোর্সে ডিপ্লোমা অথবা সাত বছর কাজের অভিজ্ঞতা। এইচসি (ইনকার এবং ওয়্যার হাউসম্যান) - স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সঙ্গে প্রিন্টিং টেকনোলজিতে তিন বছরের অভিজ্ঞতা। |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | বিজ্ঞাপন প্রকাশের ৩০ দিনের মধ্যে |
বয়সসীমা
আবেদন করার ক্ষেত্রে প্রার্থীদের বয়সসীমা এএসআই পদের জন্য ১৮ থেকে ২৮ এবং এইচসি পদের জন্য ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।বেতন
এএসআই (কম্পোজিটর এবং মেশিন ম্যান)- প্রার্থীদের মাসিক ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা বেতন দেওয়া হবে। এইচসি (ইনকার এবং ওয়্যার হাউসম্যান)- প্রার্থীদের মাসিক বেতন ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা।আরও পড়ুন: মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে ৩৭০ শূন্যপদে নিয়োগ, জানুন বিশদে
আরও পড়ুন: পোস্ট অফিসের অধীনে প্রায় ৫০ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ, চাকরির জন্য আবেদন করুন
নির্বাচন পদ্ধতি
যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হবে। সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের দিতে হবে ফিটনেস টেস্টও।আবেদন পদ্ধতি
বিএসএফ-এর অফিসিয়াল ওয়েবসাইট https://bsf.gov.in/ – এ গিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। সঙ্গে দিতে হবে প্রয়োজনীয় নথি।প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে https://online.sodapdf.com/create/create-from-url?url=https:%2F%2Fresultlives.com%2Fbsf-group-c-asi-compositor-machineman-or-hcinker-ware-houseman%2F&uid=1019974&cmp=spdf_all_partners_all_all_all_pdfchoices&venid=infolinks -এ ক্লিক করতে পারেন।নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Central govt jobs