Border Security Force Recruitment 2023: উচ্চমাধ্যমিক পাশ হলেই মিলবে প্রায় লাখের কাছাকাছি বেতন! বিএসএফ-এ চাকরির বড় সুযোগ

Last Updated:

Border Security Force Recruitment 2023: প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের বিজ্ঞাপন প্রকাশের আগামী ৩০ দিনের মধ্যে আবেদন করতে হবে।

বিএসএফে চাকরির সুযোগ
বিএসএফে চাকরির সুযোগ
এএসআই ও এইচসি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ। এই পদে আগ্রহী প্রার্থীদের থেকে আবেদন চাওয়া হয়েছে।
আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের বিজ্ঞাপন প্রকাশের আগামী ৩০ দিনের মধ্যে আবেদন করতে হবে। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
শূন্য পদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে ৫টি শূন্য পদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য
advertisement
সংস্থাবর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ
পদের নামএএসআই (কম্পোজিটর এবং মেশিন ম্যান) এবং এইচসি (ইনকার এবং ওয়্যার হাউসম্যান)
শূন্য পদের সংখ্যা
কাজের স্থানভারত
নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতাএএসআই (কম্পোজিটর এবং মেশিন ম্যান) – স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সঙ্গে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মুদ্রণ এবং সেই সম্পর্কিত অন্যান্য কোর্সে ডিপ্লোমা অথবা সাত বছর কাজের অভিজ্ঞতা। এইচসি (ইনকার এবং ওয়্যার হাউসম্যান) - স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সঙ্গে প্রিন্টিং টেকনোলজিতে তিন বছরের অভিজ্ঞতা।
বেতনক্রমবিশদ দেখুন
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখবিজ্ঞাপন প্রকাশের ৩০ দিনের মধ্যে
advertisement
বয়সসীমা
আবেদন করার ক্ষেত্রে প্রার্থীদের বয়সসীমা এএসআই পদের জন্য ১৮ থেকে ২৮ এবং এইচসি পদের জন্য ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
বেতন
এএসআই (কম্পোজিটর এবং মেশিন ম্যান)- প্রার্থীদের মাসিক ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা বেতন দেওয়া হবে। এইচসি (ইনকার এবং ওয়্যার হাউসম্যান)- প্রার্থীদের মাসিক বেতন ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা।
advertisement
নির্বাচন পদ্ধতি
যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হবে। সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের দিতে হবে ফিটনেস টেস্টও।
advertisement
আবেদন পদ্ধতি
বিএসএফ-এর অফিসিয়াল ওয়েবসাইট https://bsf.gov.in/ – এ গিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। সঙ্গে দিতে হবে প্রয়োজনীয় নথি।
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে https://online.sodapdf.com/create/create-from-url?url=https:%2F%2Fresultlives.com%2Fbsf-group-c-asi-compositor-machineman-or-hcinker-ware-houseman%2F&uid=1019974&cmp=spdf_all_partners_all_all_all_pdfchoices&venid=infolinks -এ ক্লিক করতে পারেন।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
Border Security Force Recruitment 2023: উচ্চমাধ্যমিক পাশ হলেই মিলবে প্রায় লাখের কাছাকাছি বেতন! বিএসএফ-এ চাকরির বড় সুযোগ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement