ইন্ডিয়ান এয়ার ফোর্স রিক্রুটমেন্ট ২০২৩:
আবেদনের তারিখ:- প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের ৫ মে, ২০২৩ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজে নিয়োগের বিরাট সুযোগ! জানুন
advertisement
আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করতে পারেন।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | ইন্ডিয়ান এয়ার ফোর্স বা ভারতীয় বায়ু সেনা |
পদের নাম: | অগ্নিবীর বায়ু |
শূন্যপদের সংখ্যা: | জানানো হয়নি |
কাজের স্থান: | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ তারিখ: | ০৫.০৫.২০২৩ |
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ:- প্রতিষ্ঠানের তরফে শূন্যপদের সংখ্যা জানানো হয়নি।
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পাশেই মিলবে বিমান বন্দরে চাকরির সুযোগ! একদম হাতছাড়া করবেন না
বয়সসীমা:- এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ২১ বছর হতে হবে।
নিয়োগের মেয়াদ:- নির্বাচিত প্রার্থীদের ৪ বছরের মেয়াদের ভিত্তিতে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি:- আবেদন ফর্ম পূরণ করে জরুরি নথিপত্র-সহ একটি একক পিডিএফ-এর মাধ্যমে তা এই ঠিকানায় bluesports.rec@iaf.nic.in ই-মেল করতে হবে। আবেদনের অন্য কোনও মাধ্যম গ্রহণ করা হবে না।
বেতনক্রম:- নিয়োগের প্রথম বছরে নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন হবে ৩০০০০ টাকা।