Ministry of Ports, Shipping, and Waterways Recruitment 2023: মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজে নিয়োগের বিরাট সুযোগ! জানুন
- Published by:Sayani Rana
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৩১.০৫.২০২৩ তারিখের পূর্বে আবেদনপত্র জমা দিতে হবে।
সম্প্রতি মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাডজুডিকেটরি বোর্ডে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ রিক্রুটমেন্ট ২০২৩:
আবেদনের তারিখ:- প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৩১.০৫.২০২৩ তারিখের পূর্বে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীরা অফলাইনে আবেদন করতে পারেন। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ |
পদের নাম: | অ্যাডজুডিকেটরি বোর্ড |
শূন্যপদের সংখ্যা: | ২ |
কাজের স্থান: | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অফলাইন |
আবেদনের শেষ তারিখ: | ৩১.০৫.২০২৩ |
advertisement
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ:- প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানের তরফে মোট ২টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
মেয়াদকাল:- প্রার্থীদের ৫ বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে যা পরে বাড়ানো হতে পারে।
advertisement
বয়সসীমা:- প্রার্থীদের বয়স ৭০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি:- প্রার্থীদের প্রথমে অফিসিয়াল পোর্টাল থেকে আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করতে হবে এবং পরে সমস্ত ডকুমেন্ট সহ আবেদনপত্রটি এই ঠিকানায় পাঠাতে হবে, ‘the Joint Secretary (Ports), Ministry of Ports, Shipping & Waterways Transport Bhawan, No. l Parliament Street New Delhi -110001’।
advertisement
আবেদনের যোগ্যতা:- প্রার্থীদের রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত চিফ সেক্রেটারি বা সমতুল্য পদ বা ভারত সরকারের অবসরপ্রাপ্ত সেক্রেতারি বা সমতুল্য পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের ফিনান্স, কমার্স, অ্যাডমিনিস্ট্রেশন, মেরিটাইম, শিপিং বা পোর্ট সম্পর্কিত বিষয়ে ২০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 05, 2023 10:02 AM IST