IGI Recruitment 2023: উচ্চ মাধ্যমিক পাশেই মিলবে বিমান বন্দরে চাকরির সুযোগ! একদম হাতছাড়া করবেন না
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক (IGI) বিমানবন্দরে কাস্টমস সার্ভিস এজেন্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের বেছে নেওয়া হবে।
নয়াদিল্লি: ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক (IGI) বিমানবন্দরে কাস্টমস সার্ভিস এজেন্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের বেছে নেওয়া হবে।
পদের নাম:- বিজ্ঞপ্তি অনুসারে, কাস্টমস সার্ভিস এজেন্ট (CSA) পদে নিয়োগ করা হবে।
advertisement
শূন্যপদের সংখ্যা:- বিজ্ঞপ্তি অনুসারে, ১,০৮৬টি শূন্যপদে নিয়োগ করা হবে।
আবেদনের তারিখ:- প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ২১ জুন ২০২৩ পর্যন্ত।
advertisement
বয়স:- ১ জানুয়ারি ২০২৩ সাল অনুযায়ী আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছরের বেশি এবং ৩০ বছরের কম।
যোগ্যতা:- বিজ্ঞপ্তি অনুসারে, ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই একটি স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ বা সমতুল ডিগ্রি পেতে হবে।
advertisement
নির্বাচন পদ্ধতি:- প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী
১) প্রথমে IGI বিমানবন্দরে CSA পদের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হবে।
২) লিখিত পরীক্ষায় পাশ করলে প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে।
৩) লিখিত পরীক্ষায় ১০০টি বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে।
৪) প্রতিটি প্রশ্নের জন্য ১ নম্বর দেওয়া হবে।
advertisement
৫) ইংরেজি এবং হিন্দি এই দুই ভাষায় পরীক্ষা দেওয়া যাবে।
৬) এই পরীক্ষায় কোনও নেগেটিভ মার্কিং নেই।
বেতন:- বিজ্ঞপ্তি অনুসারে, ২৫,০০০ টাকা থেকে ৩৫,০০০ টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে।
আবেদন করার সময় প্রার্থীদের পরীক্ষাকেন্দ্র বেছে নিতে হবে। নির্বাচিত পরীক্ষা কেন্দ্র একবার ঠিক হয়ে যাওয়ার পর সেটা কোনও ভাবেই পরিবর্তন করা যাবে না। ফলে ফর্ম পূরণের সময় সাবধানে সঠিক পরীক্ষার কেন্দ্র বেছে নিতে হবে। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার কিছুদিন পর অ্যাডমিট কার্ড দেওয়া হবে। পরীক্ষা ও ফলাফল প্রকাশের তারিখ পরে জানানো হবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 03, 2023 11:19 AM IST