আরও পড়ুনঃ মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সে নিয়োগ! আজই আবেদন করুন, জেনে নিন কী ভাবে
আইডিবিআই নিয়োগ ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়ে গিয়েছে। আইডিবিআই ব্যাঙ্কের ওয়েবসাইট idbibank.in- অনলাইন আবেদন করতে পারবে প্রার্থীরা। আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।
advertisement
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
আরও পড়ুনঃ শুরু হয়ে গেল অগ্নিবীর নিয়োগের অনলাইন রেজিস্ট্রেশন, আবেদন করুন
সংস্থা | আইডিবিআই ব্যাঙ্ক |
পদের নাম | অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার |
শূন্যপদের সংখ্যা | ৬০০ |
শিক্ষাগত যোগ্যতা | ব্যাচেলর ডিগ্রি |
অভিজ্ঞতা | ২ বছর অভিজ্ঞতা ব্যাঙ্কে |
বয়সসীমা | সর্বনিম্ন-২১ বছর সর্বোচ্চ- ৩০ বছর |
আইডিবিআই নিয়োগ ২০২৩: আবেদন ফি
জেনারেল বিভাগের জন্য আবেদন ফি, জিএসটি-সহ ১০০০ টাকা (আবেদনের ফি + ইনটিমেশন চার্জ) ধার্য করা হয়েছে। তফসিলি জাতি ও উপজাতি শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে এই ফি জিএসটি-সহ ২০০ টাকা (শুধুমাত্র ইনটিমেশন চার্জ) ধার্য হয়েছে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, আইএমপিএস, ক্যাশ কার্ড বা মোবাইল ওয়ালেট ব্যবহার করে অর্থপ্রদান করা যেতে পারে।