Ministry of Corporate Affairs Recruitment 2023: মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সে নিয়োগ! আজই আবেদন করুন, জেনে নিন কী ভাবে

Last Updated:

Ministry of Corporate Affairs Recruitment 2023: মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশের ৬০ দিন বা দুই মাসের মধ্যে আবেদন পাঠাতে হবে প্রার্থীদের।

মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সে একাধিক শূন্য পদে নিয়োগ
মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সে একাধিক শূন্য পদে নিয়োগ
সম্প্রতি সিনিয়র অভিজ্ঞ আধিকারিকদের থেকে আবেদনপত্র চেয়েছে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স (এমসিএ)-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) দফতর। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশের ৬০ দিন বা দুই মাসের মধ্যে আবেদন পাঠাতে হবে প্রার্থীদের।
মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স রিক্রুটমেন্ট ২০২৩: শূন্য পদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
advertisement
প্রতিষ্ঠানের তরফে মোট ১০টি শূন্য পদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
advertisement
সংস্থামিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স
পদের নাম১. কেন্দ্রীয় অথবা রাজ্য অথবা ইউটি সরকারের আধিকারিকদের থেকে ডেপুটেশনে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট (পিএ) I/II/III অথবা জেনারেল অ্যাসিস্ট্যান্ট (জিএ) I/II/III ২. পিএসইউ অথবা অটোনমাস অথবা স্ট্যাচুটরি সংস্থার আধিকারিকদের থেকে শর্ট-টার্ম চুক্তির ভিত্তিতে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট (পিএ) I/II/III অথবা জেনারেল অ্যাসিস্ট্যান্ট (জিএ) I/II/III
শূন্য পদের সংখ্যা১০
কাজের স্থানএনএফআরএ দফতর, নয়াদিল্লি
নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
নিয়োগের সময়সীমা (ডেপুটেশন অথবা এসটিসি৩ বছর
আবেদনের সময়সীমাবিজ্ঞপ্তি প্রকাশের পর ৬০ দিনের মধ্যে
advertisement
শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত অথবা সমতুল্য কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক। এ-ছাড়া রেগুলেটরি অথরিটি/ স্ট্যাচুটরি সংস্থা/ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের কাজ সামলানো, কম্পিউটারের জ্ঞান এবং স্টেনোগ্রাফার ও টাইপরাইটিংয়ের দক্ষতাথাকতে হবে।
ডেপুটেশন (শর্ট-টার্ম চুক্তির ক্ষেত্রে) যোগ্যতা:
পার্সোনাল / জেনারেল অ্যাসিস্ট্যান্ট (III):
কেন্দ্রীয় / রাজ্য সরকারি / কেন্দ্রশাসিত অঞ্চলের যে কোনও আধিকারিক
পেরেন্ট ক্যাডার / বিভাগে নিয়মিত ভিত্তিতে সদৃশ পদাধিকারী
advertisement
বেতন ম্যাট্রিক্স বা সমতুল্য বেতন ক্রম ০৬-এ নিয়মিত ভিত্তিতে সংশ্লিষ্ট গ্রেডে নিযুক্ত নিয়মিত চাকরির ক্ষেত্রে কমপক্ষে ৬ বছরের অভিজ্ঞতা।
পার্সোনাল / জেনারেল অ্যাসিস্ট্যান্ট (II):
কেন্দ্রীয় / রাজ্য সরকারি / কেন্দ্রশাসিত অঞ্চলের যে কোনও আধিকারিক
পেরেন্ট ক্যাডার / বিভাগে নিয়মিত ভিত্তিতে সদৃশ পদাধিকারী
বেতন ম্যাট্রিক্স বা সমতুল্য বেতন ক্রম ০৫-এ নিয়মিত ভিত্তিতে সংশ্লিষ্ট গ্রেডে নিযুক্ত নিয়মিত চাকরির ক্ষেত্রে কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা।
advertisement
পার্সোনাল / জেনারেল অ্যাসিস্ট্যান্ট (I):
কেন্দ্রীয় / রাজ্য সরকারি / কেন্দ্রশাসিত অঞ্চলের যে কোনও আধিকারিক
পেরেন্ট ক্যাডার / বিভাগে নিয়মিত ভিত্তিতে সদৃশ পদাধিকারী
বেতন ম্যাট্রিক্স বা সমতুল্য বেতন ক্রম ০৩-এ নিয়মিত ভিত্তিতে সংশ্লিষ্ট গ্রেডে নিযুক্ত নিয়মিত চাকরির ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা।
advertisement
বয়সসীমা
আবেদনকারী প্রার্থীদের বয়স ৫৬ বছরের উর্ধ্বে হওয়া চলবে না।
বেতনক্রম
পার্সোনাল / জেনারেল অ্যাসিস্ট্যান্ট (III): ২০৬৫০ - ৪৪৬৮০ টাকা- ১৮৭৫ (১)
পার্সোনাল / জেনারেল অ্যাসিস্ট্যান্ট (II): ১৩১৫০ - ৩৪৯৯০ টাকা
পার্সোনাল / জেনারেল অ্যাসিস্ট্যান্ট (I): ১০৯৪ - ২৩৭০০ টাকা
advertisement
আবেদন পদ্ধতি
আবেদন ফর্ম পূরণ করে বাধ্যতামূলক নথিপত্র-সহ সিল করে উপরে “Application for the Post On Deputation/Short-Term Contractual Basis in NFRA” লিখে ৬০ দিনের মধ্যে পাঠাতে হবে। পাশাপাশি নির্ধারিত নথির সঙ্গে একটি অ্যাডভান্স কপিও সংযুক্ত করে ই-মেলের মারফত পাঠাতে হবে।
আবেদনের সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে https://studycafe.in/wp-content/uploads/2023/02/NFRA-PA-GA-20230110.pdf ক্লিক করতে পারেন।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
Ministry of Corporate Affairs Recruitment 2023: মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সে নিয়োগ! আজই আবেদন করুন, জেনে নিন কী ভাবে
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement