জিএআইএল নিয়োগ ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১০ মার্চ ২০২৩ থেকে। শেষ তারিখ ১০ এপ্রিল ২০২৩। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
প্রার্থীরা বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
advertisement
জিএআইএল নিয়োগ ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
বিজ্ঞপ্তি অনুসারে, মোট ১২০টি শূন্যপদে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। নির্বাচিত প্রার্থীদের তিন বছরের মেয়াদে নিয়োগ করা হবে। এর মধ্যে পদ রয়েছে—
· সিনিয়র অ্যাসোসিয়েট (টেকনিক্যাল)- ৭২টি
· সিনিয়র অ্যাসোসিয়েট (ফায়ার অ্যান্ড সেফটি)- ১২টি
· সিনিয়র অ্যাসোসিয়েট (মার্কেটিং)- ৬টি
· সিনিয়র অ্যাসোসিয়েট (ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস)- ৬টি
· সিনিয়র অ্যাসোসিয়েট (কোম্পানি সেক্রেটারি)- ২টি
· সিনিয়র অ্যাসোসিয়েট (হিউম্যান রিসোর্স)- ৬টি
· জুনিয়র অ্যাসোসিয়েট- ১৬টি
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | জিএআইএল লিমিটেড |
পদের নাম | চুক্তিভিত্তিক সিনিয়র অ্যাসোসিয়েট ও জুনিয়র অ্যাসোসিয়েট |
শূন্যপদের সংখ্যা | ১২০ |
কাজের স্থান | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | ১০/০৩/২০২৩ |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ১০.০৪.২০২৩ |
জিএআইএল নিয়োগ ২০২৩: যোগ্যতা
সিনিয়র অ্যাসোসিয়েট (টেকনিক্যাল)
প্রার্থীদের ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস/মেকানিক্যাল/প্রোডাকশন/প্রোডাকশন ও ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচরিং/মেকানিক্যাল অ্যান্ড অটোমোবাইল/ইনস্ট্রুমেন্টেশন/ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল/ইলেক্ট্রনিকস অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস/ইলেকট্রনিকস/ইলেকট্রনিকস/সিভিল-এ পূর্ণ-সময়ের স্নাতক ডিগ্রি থাকতে হবে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর-সহ।
আরও পড়ুন: জিএআইএল লিমিটেডে একজিকিউটিভ ট্রেনি হিসেবে নিয়োগ করা হচ্ছে ৪৭ জনকে, আবেদন করুন
সিনিয়র অ্যাসোসিয়েট (ফায়ার অ্যান্ড সেফটি)
প্রার্থীদের ন্যূনতম ৫০ শতাংশ নম্বর-সহ ফায়ার/ফায়ার অ্যান্ড সেফটি বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের স্নাতক হতে হবে।
সিনিয়র অ্যাসোসিয়েট (মার্কেটিং)
প্রার্থীদের ন্যূনতম ৫০ শতাংশ নম্বর-সহ মার্কেটিং/তেল ও গ্যাস/পেট্রোলিয়াম অ্যান্ড এনার্জি/এনার্জি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার/ইন্টারন্যাশনাল বিজনেস-এ ৫০ শতাংশ নম্বর-সহ পূর্ণ সময়ের দুই বছরের এমবিএ থাকতে হবে।
সিনিয়র অ্যাসোসিয়েট (ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস)
প্রার্থীদের সিএ/সিএমএ (আইসিডব্লুএ) অথবা ন্যূনতম ৫০ শতাংশ নম্বর-সহ ফিনান্স স্পেশ্যালাইজেশন-সহ দুই বছরের এমবিএ থাকতে হবে।
আরও পড়ুন: স্পেশ্যালিস্ট অফিসার পদে নিয়োগ করবে IDBI, কী ভাবে করতে হবে আবেদন জানুন
জিএআইএল নিয়োগ ২০২৩: অভিজ্ঞতা
সিনিয়র এবং জুনিয়র অ্যাসোসিয়েট
প্রার্থীদের তাঁদের নিজ নিজ শাখায় ন্যূনতম ইনলাইন অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের শিক্ষানবিশ হিসেবে কাজের অভিজ্ঞতাকে যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। বৃত্তিমূলক প্রশিক্ষণকে অভিজ্ঞতা হিসাবে বিবেচিত হবে না।
জিএআইএল নিয়োগ ২০২৩: বয়সসীমা
উপরে উল্লিখিত পদে নিয়োগের জন্য প্রার্খীর বয়সের সর্বোচ্চ সীমা হল ৩২ বছর।
জিএআইএল নিয়োগ ২০২৩: মেয়াদ
উপরে উল্লিখিত পদের জন্য নির্বাচিত প্রার্থীদের তিন বছরের মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। পরে তা ২ বছরের জন্য বাড়ানো যেতে পারে।
জিএআইএল নিয়োগ ২০২৩: বেতন
সিনিয়র অ্যাসোসিয়েট পদের জন্য নির্বাচিত প্রার্থীরা মাসিক ৬০ হাজার টাকা পর্যন্ত বেতন পাবেন। জুনিয়র অ্যাসোসিয়েট পদের জন্য মাসিক ৪০ হাজার টাকা বেতন পাবেন।
জিএআইএল নিয়োগ ২০২৩: আবেদন ফি
উপরে উল্লিখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি দিতে হবে।
জিএআইএল নিয়োগ ২০২৩: নির্বাচন প্রক্রিয়া
সিনিয়র অ্যাসোসিয়েট পদের জন্য প্রার্থীদের জন্য লিখিত পরীক্ষা ও ব্যক্তিগত সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচন করা হবে। জুনিয়র অ্যাসোসিয়েট পদের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষা বা দক্ষতা পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।