হোম /খবর /চাকরি /
জিএআইএল লিমিটেডে একজিকিউটিভ ট্রেনি হিসেবে নিয়োগ করা হচ্ছে ৪৭ জনকে, আবেদন করুন

GAIL Recruitment 2023: জিএআইএল লিমিটেডে একজিকিউটিভ ট্রেনি হিসেবে নিয়োগ করা হচ্ছে ৪৭ জনকে, আবেদন করুন

জিএআইএল লিমিটেড

জিএআইএল লিমিটেড

GAIL Recruitment 2023: প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৫ মার্চ, ২০২৩ তারিখ সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীরা অনলাইনে আবেদন পারবেন।

  • Share this:

সম্প্রতি জিএআইএল লিমিটেড-এর তরফে এক বিজ্ঞপ্তি জারি করে একজিকিউটিভ ট্রেনি পদে নিয়োগের জন্য (GATE 2023-এর ভিত্তিতে) আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে বিশদে জানতে প্রার্থীরা জিএআইএল লিমিটেড-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

জিএআইএল লিমিটেড নিয়োগ ২০২৩: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৫ মার্চ, ২০২৩ তারিখ সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীরা অনলাইনে আবেদন পারবেন। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: স্পেশ্যালিস্ট অফিসার পদে নিয়োগ করবে IDBI, কী ভাবে করতে হবে আবেদন জানুন

জিএআইএল লিমিটেড নিয়োগ ২০২৩: আবেদন পদ্ধতি

প্রার্থীদের GAIL ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে: https://gailonline.com, এক্ষেত্রে শুধুমাত্র প্রার্থীদের GATE-2023 রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। আবেদনের অন্য কোনও উপায়/মোড গ্রহণ করা হবে না।

আরও পড়ুন: বর্ডার সিকিউরিটি ফোর্সে বিভিন্ন পদে নিয়োগ হবে, দ্রুত আবেদন করুন

আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।

জিএআইএল লিমিটেড নিয়োগ ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ

প্রতিষ্ঠানের তরফে মোট ৪৭টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।একজিকিউটিভ ট্রেনি (কেমিক্যাল)— ২০একজিকিউটিভ ট্রেনি (সিভিল)— ১১একজিকিউটিভ ট্রেনি (GAILTEL TC/TM)— ০৮এগজিকিউটিভ ট্রেনি (BIS)— ০৮

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থাজিএআইএল লিমিটেড
পদের নামএকজিকিউটিভ ট্রেনি
শূন্যপদের সংখ্যা৪৭
কাজের স্থানবিশদ দেখুন
নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রমবিশদ দেখুন
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখ১৫.০৩.২০২৩

জিএআইএল লিমিটেড নিয়োগ ২০২৩: যোগ্যতা

একজিকিউটিভ ট্রেনি (রাসায়নিক) পদের জন্য ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর-সহ ইঞ্জিনিয়ারিং/টেকনোলজিতে স্নাতক ডিগ্রি।একজিকিউটিভ ট্রেনি (সিভিল) পদের জন্য ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর সহ সিভিল ইঞ্জিনিয়ারিং/টেকনোলজিতে স্নাতক ডিগ্রি।একজিকিউটিভ ট্রেনি (GAILTEL TC/TM) পদের জন্য ইলেকট্রনিকস/ ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন/ ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন/ টেলিকমিউনিকেশন / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস/ ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর-সহ ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি।একজিকিউটিভ ট্রেনি (BIS) পদের জন্য ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর-সহ কম্পিউটার সায়েন্স/ তথ্য প্রযুক্তিতে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি বা কম্পিউটার অ্যাপ্লিকেশন (MCA) ন্যূনতম ৬০ শতাংশ নম্বর-সহ স্নাতক ও ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

জিএআইএল লিমিটেড নিয়োগ ২০২৩: বাছাই প্রক্রিয়া

কেমিক্যাল, সিভিল, GAILTE (TC/TM), এবং BIS বিভাগে একজিকিউটিভ ট্রেনি নিয়োগের জন্য ইঞ্জিনিয়ারিং-এ ২০২৩ সালের GATE-এর নম্বর ব্যবহার করবে সংস্থাটি। বিস্তারিত জানার জন্য বিজ্ঞপ্তি দেখে নেওয়া যেতে পারে।

Published by:Teesta Barman
First published:

Tags: Central govt jobs, GAIL, Job News