প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ অফিসিয়াল নোটিশের লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন।
সিএজি রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১০ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে। অনলাইন ও অফলাইন দুই ভাবেই আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
সিএজি রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য
সংস্থা | কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া |
পদের নাম | অ্যাকাউন্টস অফিসার |
শূন্যপদের সংখ্যা | ১ |
কাজের স্থান | ভারত |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন ও অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ১০-১১-২০২২ |
সিএজি রিক্রুটমেন্ট ২০২২: বয়সসীমা
আবেদন প্রাপ্তির শেষ তারিখ অনুযায়ী সর্বোচ্চ বয়স ৫৬ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন: লোকসভায় আঞ্চলিক ভাষার জন্য কনসালট্যান্ট ইন্টারপ্রিটার নিয়োগ, জানুন বিশদে
সিএজি রিক্রুটমেন্ট ২০২২: আবেদন যোগ্যতা
এএও সহ পাঁচ বছরের পরিষেবা প্রদান।
এসএএস উত্তীর্ণ কর্মকর্তারা যাঁরা ৫ বছর চাকরির সঙ্গে যুক্ত ছিলেন।
সিএজি রিক্রুটমেন্ট ২০২২: বেতন
নির্বাচিত প্রার্থী ৭ম সিপিসি অনুযায়ী পে স্কেল লেভেল ৯-এর মাসিক বেতন পাবেন।
আরও পড়ুন: আইআইটি কানপুরে প্রচুর পদে বিপুল নিয়োগ! জানুন বিশদে
সিএজি রিক্রুটমেন্ট ২০২২: আবেদন পদ্ধতি
সিএজি-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে
এরপর সিএজি রিক্রুটমেন্ট, ২০২২ বিজ্ঞপ্তিটি খুঁজতে হবে
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখিত আবেদনের মোড অনুযায়ী আবেদন করতে হবে
আবেদনপত্র জমা দিতে হবে
যথাযথ ভাবে পূরণ করা আবেদনপত্রটি এই উদ্দেশ্যে ‘ASSTT. COMPTROLLER AND AUDITOR GENERAL (N)-I’ পাঠাতে হবে।
যোগ্য প্রার্থীদের শুধুমাত্র নির্ধারিত প্রফর্মার সঙ্গে এপিএআর যুক্ত করে ভিজিল্যান্স সার্টিফিকেট, ইন্টিগ্রিটি সার্টিফিকেট এবং সিআর ডসিয়ার সহ পাঠাতে হবে।