TRENDING:

Viswakarma Pujo: বিশ্বকর্মা পুজোয় পথ নিরাপত্তার বার্তা ঝাড়গ্রামের গাড়ি স্ট্যান্ডের মন্ডপ জুড়ে!

Last Updated:

পুজো মণ্ডপ জুড়েই পথ নিরাপত্তার একাধিক বিষয়বস্তু তুলে ধরা হয়েছে ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা পেট্রলপাম্প সংলগ্ন সাবিত্রী সিনেমা হল মোড় মিনি গাড়ি স্ট্যান্ডের বিশ্বকর্মা পুজোয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম: “স্বাভাবিক গতিতে চালালে গাড়ি সুস্থ শরীরের ফিরবে বাড়ি”। “ফোন করতে করতে চালান যদি গাড়ি, তাহলে আপনি নাও ফিরতে পারেন বাড়ি”। মানুষের জীবন রক্ষা এবং তাদেরকে সচেতন করার লক্ষ্যে এবার বিশ্বকর্মা পূজার মন্ডপেও ফুটে উঠল রাজ্য সরকারের সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি বার্তা । পুরো পুজো মণ্ডপ জুড়েই পথ নিরাপত্তার একাধিক বিষয়বস্তু তুলে ধরা হয়েছে ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা পেট্রলপাম্প সংলগ্ন সাবিত্রী সিনেমা হল মোড় মিনি গাড়ি স্ট্যান্ডের বিশ্বকর্মা পুজোয়। এই বছর এই পুজো ১৯ তম বর্ষে পদার্পণ করেছে। মঙ্গলবার দুপুরে পুজোর উদ্বোধন করেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা পুজো কমিটির সভাপতি বিদ্যুৎ ঘোষ সহ অন্যান্যরা।
advertisement

আরও পড়ুন: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে বিশ্বকর্মা পুজোতে এ কী থিম? মুহূর্তে ভাইরাল, দেখুন

জানা গিয়েছে, গাড়ির চালকদের প্রতিমুহূর্তে এক স্থান থেকে অন্য স্থানে গাড়ি নিয়ে যেতে হয়। সামান্য ভুল ত্রুটি হলেই ঘটতে পারে বড় বিপত্তি । কারওহয়তো জীবনের বাতি নিভে যেতে পারে। সেই জায়গায় সমস্ত চালককে এবং পথ চলতি সাধারণ মানুষকে সচেতন করতেই পশ্চিমবঙ্গ সরকারের সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিকেই হাতিয়ার করেছে বিশ্বকর্মা পুজোর উদ্যোক্তারা। সাবিত্রী সিনেমা হল মোড় মিনি গাড়ি স্ট্যান্ড এর সভাপতি বিদ্যুৎ ঘোষ বলেন,” পণ্যবাহী গাড়ি হোক বা যাত্রীবাহী গাড়ি সব সময় চালককে এক স্থান থেকে অন্য স্থানে দৌড়াতে হয়। চালকের মাথার উপর থাকে নিজের নিরাপত্তার পাশাপাশি গাড়িতে থাকা যাত্রীদের। চালকের একটু ভুল হলেই ঘটতে পারে বড় বিপত্তি। তাই বিশ্বকর্মা পুজোয় গাড়ির চালকদের এবং পথ চলতি সকল সাধারণ মানুষকে সচেতন করার জন্যই আমাদের এই ভাবনা চিন্তা।

advertisement

আরও পড়ুন: বাড়তি সতর্কতা! আবহাওয়ার উন্নতি হতেই ব্যস্ত কুমোরপাড়া

View More

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিকে মাথায় রেখেই মন্ডপ প্রাঙ্গণে ফেস্টুন এবং ব্যানারের মাধ্যমে পথ নিরাপত্তার বিষয়টি সকলের কাছে তুলে ধরা হয়েছে। চালকদের একটু সামান্য ভুলে ঘটে যেতে পারে বড় বিপত্তি। তাই নিজেদেরকে প্রতি মুহূর্তে ট্রাফিক আইন সম্পর্কে অবগত রাখতে এবং সাধারণ মানুষকে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন করতে বিশ্বকর্মা পূজোয় উদ্যোক্তাদের এই ভাবনা-চিন্তাকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষের পাশাপাশি পুলিশ প্রশাসনেও।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সেরা ভিডিও

আরও দেখুন
একই দিনে হাওড়ায় দু'টি বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভয়াবহ রূপ নিল লেলিহান শিখা, অল্পের জন্য রক্ষা
আরও দেখুন

বুদ্ধদেব বেরা

বাংলা খবর/ খবর/ঝাড়গ্রাম/
Viswakarma Pujo: বিশ্বকর্মা পুজোয় পথ নিরাপত্তার বার্তা ঝাড়গ্রামের গাড়ি স্ট্যান্ডের মন্ডপ জুড়ে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল