সেই সঙ্গে তাঁদের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন সুইচ অফ বলে জানা যাচ্ছিল।দুশ্চিন্তায় ছিলেন পরিবারের লোকজনেরা। তবে শুক্রবার পরিবারের কাছে হঠাৎই ফোন আসে এবং জানা যায় যে নিখোঁজ হয়ে যাওয়া একই পরিবারের পাঁচজন সুস্থ আছেন। জানা গেছে, নিখোঁজ হয়ে যাওয়া পরিবারের বড় ছেলে সকাল বেলায় তাঁর বাবাকে ফোনে জানায় যে তাঁরা ভারতীয় সেনার একটি ছাউনিতে আছেন এবং সুস্থ রয়েছেন।
advertisement
আরও পড়ুন- শক্তিশালী ভূমিকম্পের পর ভয়ঙ্কর ‘সুনামি’র সতর্কতা, জাপানে জারি ‘হাই অ্যালার্ট’!
আরও পড়ুন- দুর্ঘটনা নাকি খুন? ফাঁস হয়ে গেল শ্রীদেবীর মৃত্যুর আসল কারণ! ভয়ঙ্কর সত্য সামনে আনলেন বনি কাপুর
এদিকে এখনও উত্তর সিকিমে সেনা ছাউনিতে আটকে রয়েছেন বহু পর্যটক। নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সেনা। দুর্ঘটনাস্থল থেকে নিচের দিকে এদিন তল্লাশি চালাবে সেনাবাহিনী। লাচুং, লাচেনে বেড়াতে যাওয়া পর্যটকদের সেনা ছাউনিতে। নিরাপদে রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরানোর কাজ শুরু হবে, এমনটাই জানা গেছে।
অন্যদিকে সিকিমের রংপো থেকে সিংতাম পর্যন্ত জাতীয় সড়ক দিয়ে দু’দিন পর যান চলাচল শুরু হয়েছে। বেশ কিছু জায়গায় একমুখী গাড়ি চলাচল করছে। ধীরগতিতে চলছে গাড়ি। পরিবারের সদস্যরা উৎকন্ঠায় এখন তাদের স্মৃতি আগলে বাড়ি ফেরার অপেক্ষাতে দিন কাটাচ্ছেন।
রাজু সিং