TRENDING:

Sikkim Flash Flood: ভয়ঙ্কর অবস্থা সিকিমে! অবশেষে খোঁজ মিলল ঝাড়গ্রামের বাসিন্দাদের

Last Updated:

Sikkim Flash Flood: সিকিমে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া একই পরিবারের পাঁচজনের খোঁজ পাওয়া গেল অবশেষে। দুশ্চিন্তা মুক্ত পরিবারের লোকজন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম: সিকিমে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া একই পরিবারের পাঁচজনের খোঁজ পাওয়া গেল অবশেষে। অবশেষে  চিন্তামুক্ত পরিবারের লোকজন। জানা গেছে, ঝাড়গ্রাম শহরের তিন নম্বর ওয়ার্ড এর গাইঘাটার বাসিন্দা রথ পরিবারের দুই ছেলে দুই বউমা ও নাতি বেড়াতে গিয়েছিল সিকিমে। বেড়াতে গিয়ে নিখোঁজ একই পরিবারের পাঁচ জন, দুই ছেলে ও দুই বউমা এবং নাতি। অক্টোবর মাসের এক তারিখ ঝাড়গ্রাম থেকে তাঁরা সিকিমের উদ্দেশ্যে রওনা দেন। সিকিম থেকে গ্যাংটক হয়ে তাঁরা লাচুং গিয়েছিলেন। গত মঙ্গলবার রাত সাড়ে ন’টায় পরিবারের সঙ্গে শেষ যোগাযোগ হয় তাঁদের। তারপর থেকেই আর তাঁদের কোনও খোঁজ ছিল না।
advertisement

সেই সঙ্গে তাঁদের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন সুইচ অফ বলে জানা যাচ্ছিল।দুশ্চিন্তায় ছিলেন পরিবারের লোকজনেরা। তবে শুক্রবার পরিবারের কাছে হঠাৎই ফোন আসে এবং জানা যায় যে নিখোঁজ হয়ে যাওয়া একই পরিবারের পাঁচজন সুস্থ আছেন। জানা গেছে, নিখোঁজ হয়ে যাওয়া পরিবারের বড় ছেলে সকাল বেলায় তাঁর বাবাকে ফোনে জানায় যে তাঁরা ভারতীয় সেনার একটি ছাউনিতে আছেন এবং সুস্থ রয়েছেন।

advertisement

আরও পড়ুন- শক্তিশালী ভূমিকম্পের পর ভয়ঙ্কর ‘সুনামি’র সতর্কতা, জাপানে জারি ‘হাই অ্যালার্ট’!

আরও পড়ুন- দুর্ঘটনা নাকি খুন? ফাঁস হয়ে গেল শ্রীদেবীর মৃত্যুর আসল কারণ! ভয়ঙ্কর সত্য সামনে আনলেন বনি কাপুর

View More

এদিকে এখনও উত্তর সিকিমে সেনা ছাউনিতে আটকে রয়েছেন বহু পর্যটক। নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সেনা। দুর্ঘটনাস্থল থেকে নিচের দিকে এদিন তল্লাশি চালাবে সেনাবাহিনী। লাচুং, লাচেনে বেড়াতে যাওয়া পর্যটকদের সেনা ছাউনিতে। নিরাপদে রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরানোর কাজ শুরু হবে, এমনটাই জানা গেছে।

advertisement

অন্যদিকে সিকিমের রংপো থেকে সিংতাম পর্যন্ত জাতীয় সড়ক দিয়ে দু’দিন পর যান চলাচল শুরু হয়েছে। বেশ কিছু জায়গায় একমুখী গাড়ি চলাচল করছে। ধীরগতিতে চলছে গাড়ি। পরিবারের সদস্যরা উৎকন্ঠায় এখন তাদের স্মৃতি আগলে বাড়ি ফেরার অপেক্ষাতে দিন  কাটাচ্ছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রাজু সিং

বাংলা খবর/ খবর/ঝাড়গ্রাম/
Sikkim Flash Flood: ভয়ঙ্কর অবস্থা সিকিমে! অবশেষে খোঁজ মিলল ঝাড়গ্রামের বাসিন্দাদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল