TRENDING:

Jhargram News: হোস্টেল তৈরি শুরু হয়েও শেষ হয়নি, পড়াশোনা লাটে ওঠার যোগাড় জঙ্গলমহলের ছাত্রীদের

Last Updated:

কাজ শুরু হলেও শেষ হয়নি, ফলে অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে আছে স্কুলের গার্লস হোস্টেল। এর ফলে পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে জঙ্গলমহলের ছাত্রীদের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম: চার বছরেও হোস্টেল তৈরির কাজ শেষ না হওয়ায় প্রবল সমস্যায় পড়েছে সাঁকরাইলের পাথরা জয়চণ্ডী এসসি হাইস্কুলের পড়ুয়ারা। এই স্কুলের ছাত্রীদের থাকার জন্য গার্লস হোস্টেল নির্মাণের কাজ শুরু হলেও ২০১৯ সালে হঠাৎ মাঝপথে তা বন্ধ হয়ে যায়। তারপর থেকে এখনও অসমাপ্ত অবস্থায় পড়ে আছে।
advertisement

আরও পড়ুন: আয়তনে বাড়ছে শিলিগুড়ি শহর, নতুন এলাকা নিয়ে ভাবনা শুরু

স্কুলের গার্লস হোষ্টেলের জন্য বরাদ্ধ হয়েছিল ৪৯ লক্ষ টাকা। সেই কাজের টেন্ডার হয়ে কাজ শুরু হয়েছিল। হঠাৎ সেই কাজ বন্ধ হয়ে যায়। কন্ট্রাক্টর অর্ধেক টাকা তুলে নিয়ে কাজ বন্ধ করে দেয়। অসমাপ্ত হয়ে পড়ে থাকে গার্লস হোস্টেলের বিল্ডিং। এই স্কুলে বহু দূর থেকে ছাত্র-ছাত্রীরা আসে। তাই পড়ুয়াদের কথা ভেবে গার্লস হোষ্টেলের আবেদন করেছিল স্কুল। ২০১৮ সালে সেটি মঞ্জুর করা হয় এবং টাকা বরাদ্দ হয়। কিন্তু ২০১৯ সালে হঠাৎ কাজ বন্ধ হয়ে যায়। কিন্তু কেন কাজ বন্ধ হয়ে গিয়েছে তা আজও জানে না স্কুল কর্তৃপক্ষ। বারবার প্রশাসনের উচ্চ মহলে জানিয়েও কোন‌ও লাভ হয়নি।

advertisement

View More

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। আদৌ হোস্টেলটি তৈরি হবে কিনা তা নিয়েই প্রশ্ন শিক্ষক থেকে শুরু করে পড়ুয়া সকলের। এ বিষয়ে বিডিও-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আশ্বাস দেন দ্রুত ব্যবস্থা নেওয়ার। প্রসঙ্গত, হোস্টেল না থাকায় জঙ্গলমহলের দূর দূরান্ত থেকে যে সমস্ত পড়ুয়া এই স্কূলে পড়তে আসে তাদের পক্ষে দূরত্বের কারণে নিয়মিত স্কূলে হাজির হওয়া সম্ভব হয় হচ্ছে না। ফলে ক্ষতি হচ্ছে পড়াশোনায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এই মেলায় ‘বউ’ পছন্দ হলেই পাকা কথা! দূরে যেতে হবে না, হাতের কাছই বড় সুযোগ
আরও দেখুন

রাজু সিং

বাংলা খবর/ খবর/ঝাড়গ্রাম/
Jhargram News: হোস্টেল তৈরি শুরু হয়েও শেষ হয়নি, পড়াশোনা লাটে ওঠার যোগাড় জঙ্গলমহলের ছাত্রীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল