আরও পড়ুন: পূর্বস্থলীর ফুলে হবে মুম্বইয়ের গণেশ পুজো
তুলি দ্বাদশ শ্রেণির ছাত্রী। বিজ্ঞান বিভাগে পড়াশোনার পাশাপাশি তুলির নেশা ছবি আঁকার প্রতি। যেটুকু সময় থাকে সারা দিনে সেই সময়ে রং-তুলি নিয়ে বসে থাকে। নামের সঙ্গে তার ধারণারও মিল আছে। সম্প্রতি বাংলাদেশের খুলনাতে আয়োজিত আন্তর্জাতিক ছবি মেলাতে সংবর্ধিত হয়েছে ঝাড়গ্রামের এই কৃতি কিশোরী।
advertisement
তুলির বাবা উত্তম দাস গোপীবল্লভপুরে বিদ্যুৎ দফতরের অস্থায়ী কর্মী হিসেবে কর্মরত। উত্তমবাবুর বাড়িতে ছেলে, মেয়ে, স্ত্রী ও বাবা-মা আছেন। সংসারে টানাটানি থাকলেও ভাটা পড়েনি তুলির শিল্পকর্মে। ছোট থেকেই ছবি আঁকার প্রতি আগ্রহ থাকায় শিক্ষকের কাছে তালিমও নেয়। তার আঁকা ছবি প্রশংসিত হয়েছে শিল্প সমালোচকদের দ্বারা। তবে আন্তর্জাতিক স্তরে তুলির এই সাফল্য সারা ফেলে দিয়েছে গোটা জঙ্গলমহলে। খুশি এই কিশোরীর পরিবারও।