TRENDING:

Siliguri corporation election: ভোটযুদ্ধে যুব থেকে মহিলা, এমনকি শিক্ষক মহলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, 'ইন্ধন' জোগাচ্ছে দলগুলিকে

Last Updated:

অন্যান্যদের সঙ্গে জোড়কদমে পা-য়ে পা মিলিয়ে চলছেন মহিলা প্রার্থী এবং দলের মহিলা সদস্যরাও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: চারিদিকে শুধু ভোটের চর্চা। সে পাড়ার মোড় হোক অথবা চায়ের ঠেকে আড্ডা। কে জিতবে, কার জেতার সম্ভাবনা বেশি বা কম, এই নিয়ে আলোচনা চলছে তো চলছেই। এরই মধ্যে প্রার্থীরা নেমে পড়লেন প্রচারে। দেওয়াল লিখন থেকে শুরু করে বাড়ি বাড়ি ভোট-ভিক্ষে, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন (social media campaign) চলছে। ভীষণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গিয়েছে দলের সকলেরই  (Siliguri corporation election)।
ভোটের ময়দানে যুব থেকে মহিলা এমনকি শিক্ষক মহলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
ভোটের ময়দানে যুব থেকে মহিলা এমনকি শিক্ষক মহলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
advertisement

শাসকদল হোক কিংবা বিরোধী, সমস্ত রাজনৈতিক দলের মহিলা থেকে শুরু করে যুব, সকলের ভূমিকাই বিশাল। ওয়ার্ডে ওয়ার্ডে মহিলা থেকে যুবদের ভূমিকা বিশাল। বাম থেকে শুরু করে বিজেপি, কেউই প্রচারপর্বে পিছিয়ে নেই (Siliguri corporation election)। মজবুত লড়াইয়ে নেমেছে সমস্ত দলগুলি। শুধুমাত্র যুব বা মহিলা বললে ভুল হবে, বিভিন্ন পেশার সঙ্গে জড়িতরাও রয়েছেন প্রার্থী তালিকায়। আইনজীবী ও শিক্ষকরাও রয়েছেন এই তালিকায়।

advertisement

পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি ডঃ সুপ্রকাশ রায় বলেন, "আমরা শহরের প্রত্যেক শিক্ষক-শিক্ষিকারা এবারের নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমেছি। আমাদের বহু শিক্ষক বন্ধু এবারে প্রার্থী পদে লড়াই করছেন, তাঁদের সমর্থনে আমরা প্রচার করছি। শিক্ষক হিসেবে আমাদের লক্ষ্য একটাই, সঠিকটা আরও স্বচ্ছ করে সর্বসাকুল্যে তুলে ধরা। আর আমরা সকলে মিলে তাই করছি।"

advertisement

অন্যদিকে, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি নির্ণয় রায় অবশ্য জোর গলায় বলেন, "যুব, মহিলা এবং শিক্ষক সমিতির পাশাপাশি ছাত্রছাত্রীরাও এবারের নির্বাচনে ময়দানে নেমেছে। প্রচার চলছে জোরকদমে। দলীয় প্রার্থীদের হয়ে প্রচারের ঝড় তুলেছে ছাত্ররা। আমরা এবার আশাবাদী নই, দৃঢ় নিশ্চিত এবার তৃণমূলই আসছে।"

View More

পাাশাপাশি, শিলিগুড়ির আইনজীবী তথা দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের ব্লক ২ কনভেনার অমৃতা মুখোপাধ্যায় প্রচারে বেরিয়ে পড়েন। তিনি নিউজ ১৮ লোকালকে বলেন, "তৃণমূল কংগ্রেসের বিকল্প কিছু নেই। শিলিগুড়ির মানুষ আমাদের সঙ্গে রয়েছেন। আমরা আশাবাদী, মানুষ আমাদেরই বেছে নেবেন। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবেই লড়াইয়ে নেমেছি।"

advertisement

অন্যান্যদের সঙ্গে জোড়কদমে পা-য়ে পা মিলিয়ে চলছেন মহিলা প্রার্থী এবং দলের মহিলা সদস্যরাও। এদিকে বামফ্রন্টের তরফে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে একাধিক যুবদের নাম। বিভিন্ন ওয়ার্ডে তাঁদের উপস্থিতি দেখা যাচ্ছে। দেওয়াল লিখন থেকে শুরু করে বাড়ি বাড়ি প্রচার, সবেতেই দেখা যাচ্ছে যুব নেতাদের। এই দৌড়ে পিছিয়ে নেই বিজেপিও। গেরুয়া শিবিরের হয়ে একাধিক মহিলা এবং যুবরা অংশ নিয়েছেন প্রচারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Vaskar Chakraborty

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Siliguri corporation election: ভোটযুদ্ধে যুব থেকে মহিলা, এমনকি শিক্ষক মহলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, 'ইন্ধন' জোগাচ্ছে দলগুলিকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল