ফেলে দেওয়া ভাঙা খেলনা দিয়ে গাড়ির মোটর, মোবাইলের ব্যাটারি ও প্লাস্টিকের বিভিন্ন সরঞ্জাম দিয়ে তৈরি করেছে পাম্প সেট। সেই পাম্প সেট দিয়ে জল তুলছে জাহিদুল। পাম্প সেটটি তৈরি করতে তার সময় লেগেছে মাত্র এক ঘন্টা।পাম্প সেট তৈরি করে রীতিমত তাক লাগিয়ে দিয়েছে এই খুদে ইঞ্জিনিয়ার।
আরও পড়ুন – Wrestlers Protest: কুস্তিগীর বনাম ব্রিজভূষণ মামলায় অ্যাকশন! গভীর রাতে বাড়িতে পুলিশ, তারপর…
advertisement
স্কুলে চলছে গরমের ছুটি, গরমের ছুটিতে ঘরে বসেই বিভিন্ন পাম্প সেট, ফ্যান সহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম তৈরি করছে জাহিদুল। তার ইচ্ছে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার।জাহিদুলের মা জ্যোৎস্না বেগমের কথায়, সারাদিন জাহিদুল এসব নিয়েই থাকে। ওর অনেক কিছুই হওয়ার ইচ্ছে কিন্তু আমাদের তেমন পয়সা নেই। তাই অনেক সময় ওকে অনেক জিনিস কিনে দিতে পারিনা। দারিদ্রতার সঙ্গে লড়াই করে এই খুদে ইঞ্জিনিয়ার ভবিষ্যতে কি হতে পারবে সত্যি কারের ইঞ্জিনিয়ার? এখন সেটাই দেখার।
Surajit Dey