ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগের দিন জলপাইগুড়ি-জুড়ে যুদ্ধকালীন তৎপরতায় চলছে প্রস্তুতির কাজ। জেলায় মোট ১৬৬০ টি বুথ আছে। ভোট কর্মীদের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও রওনা দিয়েছে বুথের উদ্দেশ্যে। সকলেরই লক্ষ্য সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা। ভোটকর্মীরা শুক্রবার বুথেই রাত্রিবাস করবেন। আর তাই শুক্রবার সকাল থেকেই প্রশাসনের উদ্যোগে বুথগুলি পরিষ্কার-পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে তোলা হচ্ছে।
advertisement
আরও পড়ুন: ভোটের আগে বন্ধ হল না সীমান্ত! ভুটান গেট নিয়ে গুরুতর প্রশ্ন
এই বছর ভরা বর্ষায় পঞ্চায়েত ভোট হচ্ছে। এদিকে উত্তরবঙ্গজুড়ে টানা বৃষ্টি চলছে। ফলে নদীগুলোতে জলস্তর বেড়েছে। আর তাই প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি নদী ঘাটে পর্যাপ্ত নৌকার ব্যবস্থা রাখা হয়েছে। যাতে প্রয়োজন হলেই তা কাজে লাগানো যায়। মূলত নদী তীরবর্তী বিভিন্ন বুথে ভোটকর্মীদের পৌঁছে দিতেই এই ব্যবস্থা।
প্রশাসনের এই তৎপরতা প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা বলেন, সকাল থেকেই দেখতে পাচ্ছি বুথ পরিষ্কার করা হচ্ছে। সব ধরনেরই ব্যবস্থা করা হয়েছে। এখনও পর্যন্ত সবকিছু ঠিকঠাকই আছে। আশা করছি ভোট ভালোভাবেই মিটবে।
সুরজিৎ দে