এর পর জলপাইগুড়ি গোশালা মোড়ে সাদা অলটো গাড়িটিকে আটকায় পুলিশ। এবং ঝুলি থেকে বেরিয়ে আসে বেড়াল। গাড়ির চালকই ফোন করে ছিলেন দুজন যাত্রীর আচরণ এবং কথা বার্তা শুনে। গাড়িটিকে আটক করতেই দুজন যাত্রীর গায়ে থাকা জ্যাকেট এর পকেট থেকে উদ্ধার হয় ১৪ টি সোনার বিস্কুট। প্রাথমিক তদন্তে অনুমান এই দুই সোনা পাচারকারী ধূপগুড়ি থেকে গাড়ি ভাড়া করে এই সোনা কলকাতায় পাচারের ছক কসেছিলো।
advertisement
আরও পড়ুনঃ জলের সমস্যায় ভুগছে নাগরাকাটার বেশ কিছু পরিবার
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি জেলা পুলিশ, উদ্ধার সোনার পরিমান ১ কেজি ৬০০ গ্রাম বলে জানা গিয়েছে। গাড়ির চালক বাপি রায় জানান, ধূপগুড়ি থেকে এই দুজন গাড়ি ভাড়া নেয়, গাড়িতে এদের আচরণ এবং কথা বার্তায় আমার সন্দেহ হয়। অপরদিকে কতোয়ালি থানার আই সি অর্ঘ্য সরকার জানান, ১৪ টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
Surajit Dey