TRENDING:

Jalpaiguri News: দুই পাচারকারীকে পাকড়াও করে উদ্ধার কয়েক কোটি টাকার সোনা

Last Updated:

জাতীয় সড়ক দিয়ে পাচারের সময় প্রচুর সোনার বিস্কুট উদ্ধার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি‌র গোশালা মোড়ে অভিযান চালিয়ে চার চাকার একটি সন্দেহ‌জনক গাড়ি আটক করে উদ্ধার হয় ওই সোনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জলপাইগুড়ি : জাতীয় সড়ক দিয়ে পাচারের সময় প্রচুর সোনার বিস্কুট উদ্ধার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি‌র গোশালা মোড়ে অভিযান চালিয়ে চার চাকার একটি সন্দেহ‌জনক গাড়ি আটক করে উদ্ধার হয় ওই সোনা। সঙ্গে সঙ্গে ঘিরে দেওয়া হয়েছে গাড়িটি‌কে। ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী। সোনা পাচারের ঘটনায় পুলিশ আটক করেছে দুজন পাচারকারীকে। দাদা আমি বিপদে পড়েছি আমাকে বাঁচান পূর্ব পরিচিতের একজনের ফোন পান জলপাইগুড়ি সদর ট্রাফিক ও সি বাপ্পা সাহা, ততক্ষণাৎ জাতীয় সড়কের কর্তব্যরত পুলিশ ভ্যানকে সতর্ক করে দেন নির্দিষ্ট গাড়ি সম্পর্কে।
advertisement

এর পর জলপাইগুড়ি গোশালা মোড়ে সাদা অলটো গাড়িটিকে আটকায় পুলিশ। এবং ঝুলি থেকে বেরিয়ে আসে বেড়াল। গাড়ির চালকই ফোন করে ছিলেন দুজন যাত্রীর আচরণ এবং কথা বার্তা শুনে। গাড়িটিকে আটক করতেই দুজন যাত্রীর গায়ে থাকা জ্যাকেট এর পকেট থেকে উদ্ধার হয় ১৪ টি সোনার বিস্কুট। প্রাথমিক তদন্তে অনুমান এই দুই সোনা পাচারকারী ধূপগুড়ি থেকে গাড়ি ভাড়া করে এই সোনা কলকাতায় পাচারের ছক কসেছিলো।

advertisement

আরও পড়ুনঃ জলের সমস্যায় ভুগছে নাগরাকাটার বেশ কিছু পরিবার

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি জেলা পুলিশ, উদ্ধার সোনার পরিমান কেজি ৬০০ গ্রাম বলে জানা গিয়েছে। গাড়ির চালক বাপি রায় জানান, ধূপগুড়ি থেকে এই দুজন গাড়ি ভাড়া নেয়, গাড়িতে এদের আচরণ এবং কথা বার্তায় আমার সন্দেহ হয়। অপরদিকে কতোয়ালি থানার আই সি অর্ঘ্য সরকার জানান, ১৪ টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

advertisement

View More

 

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Surajit Dey

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: দুই পাচারকারীকে পাকড়াও করে উদ্ধার কয়েক কোটি টাকার সোনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল