আরও পড়ুন: বই নিয়ে ফেরত দিতে দেরি, এবার লাইব্রেরিতে ই-পেমেন্ট করে ফাইন দেবে এই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা
জলপাইগুড়ির নেতাজি পাড়া মোড় এবং শহরের প্রাণকেন্দ্র জলপাইগুড়ি কদমতলার পার্শ্ববর্তী বিভিন্ন রাস্তার বেহাল দশা। এই অবস্থায় হাইকোর্টের বিচারপতি ও সার্কিট বেঞ্চের কর্মীদের আবাসনে যাতে সঠিকভাবে পুর পরিষেবা দেওয়া হয় তা নিশ্চিত করতে ডেকে পাঠানো হয় পুরসভার কাউন্সিলর ও পুরপ্রধানকে। মূলত স্বচ্ছ ড্রেনেজ ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, স্বাস্থ্য পরিষেবা, রাস্তা ও পানীয় জল পরিষেবা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
advertisement
জলপাইগুড়ির পুরপ্রধানের উপস্থিতিতে ওই বৈঠকে হাইকোর্টের পক্ষ থেকে সুজিতকুমার বসু বলেন, শুধুমাত্র হাইকোর্টের বিষয় নয়, নাগরিক পরিষেবার কথাও বলা হয়েছে। সার্কিট বেঞ্চ চত্বরে মহিলা ও পুরুষদের জন্য দুটো করে বায়ো টয়লেটের কথা বলা হয়েছে। এছাড়া কম্পোজিট কমপ্লেক্সে বসবাসকারী কর্মিদের আবাসনে পানীয় জল, স্বচ্ছতা, স্বাস্থ্য পরিষেবা সম্পর্কিত বিষয়ে বিভিন্ন সমস্যার কথাও কর্মচারীদের পক্ষ থেকে জানানো হয়।
এই বৈঠক প্রসঙ্গে জলপাইগুড়ির পুরপ্রধান পাপিয়া পাল বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমরা সর্বদাই এই বিষয়গুলোর প্রতি বিশেষ নজর দিয়ে থাকি। আগামীতে যাতে ওই এলাকায় আরও ভাল নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টাই করা হবে।
সুরজিৎ দে