অভিভাবকেরা জানিয়েছেন, সরকারি নির্দেশিকা মেনে যে পোশাক বিতরণ করা হচ্ছে তা নেবেন না তাঁরা। স্কুলের চিরায়ত ঐতিহ্যবাহী পোশাক পরেই ছাত্রীদের স্কুলে পাঠাবেন অভিভাবকেরা। এ দিন দীর্ঘ সময় ধরে বিক্ষোভ দেখান তাঁরা।
আরও পড়ুনঃ বাবাকে আটক করেছে পুলিশ, অপমানে আত্মঘাতী দ্বাদশের মেধাবী ছাত্রী
আজ শুক্রবার সাতসকালে জলপাইগুড়ি সদর গার্লসের প্রবেশ পথের সামনে স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা হাতে প্লাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান এবং তাদের দাবি মূলত আগের পোশাক ছিল সেই পোশাকই বহাল রাখতে হবে। এই নীল সাদা পোশাক আমরা চাই না কারণ বহু পুরনো স্কুল এই সদর গার্লস। ঐতিহ্য রয়েছে পোশাকের মধ্যে পরিবর্তনের হলে ঐতিহ্যের একটা ব্যাঘাত ঘটবে। তাই আমরা প্রতিবাদ জানিয়ে আজ আমার এই স্কুলের সমস্ত অভিভাবকরা একত্রিত হয়ে বিক্ষোভ সামিল হয়েছি।
advertisement
অন্যদিকে, কখনও নীল-সাদা পোশাকের বিরুদ্ধে জলপাইগুড়ি নাগরিক মঞ্চ প্রতিবাদ মিছিল করে কখনও আবার এই নীল সাদা পোশাকের বিরুদ্ধে প্রাক্তন ছাত্ররা স্কুলের সামনে বিক্ষোভ করে। কারণ জলপাইগুড়ি শহরের বিভিন্ন স্কুলে জড়িয়ে রয়েছে পোশাকের সঙ্গে তাদের ঐতিহ্য নষ্ট হতে দিতে চায়না তারা স্কুলের ঐতিহ্যকে। শুধু এই শহর জলপাইগুড়ি তথা ডুয়ার্সেও একই চিত্র দেখা যায় বিভিন্ন স্কুলের সামনে।
সুরজিৎ দে