শিবরাত্রির মেলা উপলক্ষে জল্পেশে বহু মানুষ বিভিন্ন সরঞ্জাম বিক্রির দোকান দিয়েছেন। শিবরাত্রির দিন শুরু হওয়া এই মেলা চলে টানা ১০ দিন। এখানে ভাওয়াইয়া গানের আসর বসেছে। এদিকে এই মেলা আয়োজনে সমস্ত রকম সাহায্য করছে প্রশাসন। মেলাকে সুরক্ষিত রাখতে সিসিটিভির আওতায় আনা হয়েছে গোটা এলাকা। যেকোনও রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নজরদারি চালানো হচ্ছে।
advertisement
আরও পড়ুন: ১০০ সারমেয়কে নিয়ে জমজমাট ডগ শো
দূর দূরান্ত থেকে বহু মানুষ এই মেলায় আসেন। তাই সকলের বিশ্রামের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বিশ্রাম ঘরের সুব্যবস্থা করা হয়েছে। মেলায় ঘুরতে আসা এক দর্শনার্থী রিমা রায় বলেন, 'বহু পুরনো এই মেলায় আমরা প্রতিবছরই আসি। কিন্তু করোনার জন্য গত দু'বছর আসা হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হতে এবার আবার এসেছি।" যত রাত বাড়ে মেলার ভিড় তত বাড়ে। তবে এই মেলায় শাঁখা-পলা এবং শঙ্খের বিক্রি সবচেয়ে বেশি হয়। মেলায় আসা মহিলারা স্বামীর কল্যাণের জন্য এই দুটি জিনিস কিনে নিয়ে যান।
সুরজিৎ দে