TRENDING:

Jalpaiguri: জলপাইগুড়িতে পরিবেশ রক্ষায় সপ্তাহ জুড়ে একাধিক কর্মসূচী

Last Updated:

বিশ্ব পরিবেশ দিবসে মুখ্যমন্ত্রী এবং সুডার নির্দেশে প্লাস্টিক বর্জনের ডাক জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে। টানা ৭ দিন যাবত একাধিক পরিবেশ বান্ধব কর্মসূচী নেওয়া হল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়িঃ বিশ্ব পরিবেশ দিবসে মুখ্যমন্ত্রী এবং সুডার নির্দেশে প্লাস্টিক বর্জনের ডাক জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে। টানা ৭ দিন যাবত একাধিক পরিবেশ বান্ধব কর্মসূচী নেওয়া হল। রবিবার ছিল বিশ্ব পরিবেশ দিবস। জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জীর নেতৃত্বে এক অভিনব শপথ গ্রহণের মধ্যে দিয়ে শহরকে প্লাস্টিক মুক্ত করার অভিযান শুরু করা হলো,এই প্রসঙ্গে পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি জানান, মুখ্যমন্ত্রী এবং স্টেট আরবান ডেভলপমেন্ট ওথারিটি সুডার নির্দেশে, বিশ্ব পরিবেশ দিবসের দিন থেকে আমরা শপথ নিলাম যে ৭৫ এবং পরবর্তীতে ১২৫ মাইক্রোয়নের প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার করবো না, কারণ এই বস্তু গুলো পরিবেশ বিরোধী। অন্যদিকে সরকারি উদ্যোগের পাশাপাশি একাধিক বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংংঠন, সমাজকর্মী, পরিবেশসচেতন সংস্থার উদ্যোগে চলছে বৃক্ষরোপন, প্লাস্টিক বর্জন, থার্মোকল বর্জন সহ একাধিক উদ্যোগ। শিক্ষক সংগঠনের পক্ষ থেকেও বৃক্ষ রোপন করে করা হয়েছে। পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তার লক্ষ্যে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কার্যালয় চত্ত্বরে এবং শহরের বেশ কয়েকটি বিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসূচি গ্রহণ করা হয়। পরিবেশ সচেতনতার বার্তা সম্বলিত প্ল্যাকার্ড হাতে উপস্থিত ছিলেন সংস্থার সদস্যরা। নিজে হাতে গাছের চারা রোপন করেন উদ্যোক্তারা। এই প্রসঙ্গে সংস্থার তরফে লৈখ্যমোহন রায় বলেন, আমরা জানি একটি গাছ একটি প্রাণ, তাই গাছ লাগিয়ে সাধারণ মানুষের মধ্যে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়া এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
advertisement

বৃষ্টি উপেক্ষা করে বৃক্ষ রোপণ ও সাইকেল র‍্যালি, ম্যারাথন দৌড়ের মাধ্যমে সচেতনতা প্রচার। এদিকে,পরিবেশ প্রেমী ও সমাজ সচেতন মানুষের কাছে এই দিনের গুরুত্ব খানিক আলাদা মাত্রা রাখল ডুয়ার্সে। ডুয়ার্সের মাল মহকুমা এলাকার বিভিন্ন স্থানে বৃষ্টি উপেক্ষা করে চলেছে বৃক্ষ রোপণ ও সাইকেল র‍্যালি, ম্যারাথন দৌড়ের মাধ্যমে মানুষের মাঝে পরিবেশ নিয়ে সচেতনতা প্রচার করা হয়।বর্ষার বাহক মৌসুমি বায়ু ইতিমধ্যেই রাজ্যে প্রবেশ করেছে। তার প্রভাব পড়েছে ডুয়ার্সের মাল মহকুমা সহ কালিম্পং জেলার পাহাড়ি এলাকায়।

advertisement

আরও পড়ুনঃ জলপাইগুড়িতে বর্ষার আগে চালু করা হল ফ্লাড কন্ট্রোল রুম

গত কয়েকদিন ধরে চলছে কখনো রাতে আবার কখনো দিনে চলছে বৃষ্টি। আকাশে মেঘের ঘনঘটা। এই রকম পরিবেশে শনিবার রাত থেকেই শুরু হয় প্রবল বর্ষণ। সেই বৃষ্টির ধারা অব্যহত চলছিল। সেই বৃষ্টি উপেক্ষা করে মাউন্টেন ট্র‍্যাকার ফাউন্ডেশন নামের পরিবেশ প্রেমী সংস্থা ও ডুয়ার্স সাইকিলিং গ্রুপ নামের এক সংস্থার উদ্যোগে শুরু হয় সচেতনতা মূলক সাইকেল র‍্যালি। সেখানে চলে বৃক্ষের চারা রোপণ। পরিবেশ প্রেমী সংস্থার সম্পাদক স্বরূপ মিত্র বলেন, এই বৃষ্টি ভরা পরিবেশে গাছ লাগানোর উপযুক্ত সময়। প্রতি বছর আমরা গাছ লাগাই। এবারও গাছ লাগিয়েছি।পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা প্রচার করেছি।

advertisement

View More

আরও পড়ুনঃ বন্যা মোকাবিলায় জলপাইগুড়িতে বর্ষার আগে প্রস্তুতি সিভিল ডিফেন্স বাহিনীর

শুধু স্বেচ্ছাসেবী সংস্থা নয়, এস এস বি ৪৬ ব্যাটেলিয়নের তরফে চালসা শালবাড়ি মোড়ে চলে বৃক্ষ রোপণ কর্মসূচি। সেখানে উপস্থিত ব্যাটেলিয়নের সেকেন্ড ইন কমান্ড প্রফুল্ল কুমার, সহকারী কমাডেন্ট জিতেন্দ্র শেখায়াত সহ অন্যান্য জোয়ানরা। গাছ লাগানোর বার্তা নিয়ে \" টিম সকুন\" নামের এক সংস্থার উদ্যোগে পরিবেশ বান্ধব কর্মসূচীর আয়োজন করা হয়। এছাড়াও চালসা এলাকার বিভিন্ন সংস্থার উদ্যোগে আবর্জনা সাফাই করে প্লাস্টিক ও থার্মোকলের সামগ্রী বর্জনের আহবান জানানো হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Geetashree Mukherjee

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri: জলপাইগুড়িতে পরিবেশ রক্ষায় সপ্তাহ জুড়ে একাধিক কর্মসূচী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল