বৃষ্টি উপেক্ষা করে বৃক্ষ রোপণ ও সাইকেল র্যালি, ম্যারাথন দৌড়ের মাধ্যমে সচেতনতা প্রচার। এদিকে,পরিবেশ প্রেমী ও সমাজ সচেতন মানুষের কাছে এই দিনের গুরুত্ব খানিক আলাদা মাত্রা রাখল ডুয়ার্সে। ডুয়ার্সের মাল মহকুমা এলাকার বিভিন্ন স্থানে বৃষ্টি উপেক্ষা করে চলেছে বৃক্ষ রোপণ ও সাইকেল র্যালি, ম্যারাথন দৌড়ের মাধ্যমে মানুষের মাঝে পরিবেশ নিয়ে সচেতনতা প্রচার করা হয়।বর্ষার বাহক মৌসুমি বায়ু ইতিমধ্যেই রাজ্যে প্রবেশ করেছে। তার প্রভাব পড়েছে ডুয়ার্সের মাল মহকুমা সহ কালিম্পং জেলার পাহাড়ি এলাকায়।
advertisement
আরও পড়ুনঃ জলপাইগুড়িতে বর্ষার আগে চালু করা হল ফ্লাড কন্ট্রোল রুম
গত কয়েকদিন ধরে চলছে কখনো রাতে আবার কখনো দিনে চলছে বৃষ্টি। আকাশে মেঘের ঘনঘটা। এই রকম পরিবেশে শনিবার রাত থেকেই শুরু হয় প্রবল বর্ষণ। সেই বৃষ্টির ধারা অব্যহত চলছিল। সেই বৃষ্টি উপেক্ষা করে মাউন্টেন ট্র্যাকার ফাউন্ডেশন নামের পরিবেশ প্রেমী সংস্থা ও ডুয়ার্স সাইকিলিং গ্রুপ নামের এক সংস্থার উদ্যোগে শুরু হয় সচেতনতা মূলক সাইকেল র্যালি। সেখানে চলে বৃক্ষের চারা রোপণ। পরিবেশ প্রেমী সংস্থার সম্পাদক স্বরূপ মিত্র বলেন, এই বৃষ্টি ভরা পরিবেশে গাছ লাগানোর উপযুক্ত সময়। প্রতি বছর আমরা গাছ লাগাই। এবারও গাছ লাগিয়েছি।পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা প্রচার করেছি।
আরও পড়ুনঃ বন্যা মোকাবিলায় জলপাইগুড়িতে বর্ষার আগে প্রস্তুতি সিভিল ডিফেন্স বাহিনীর
শুধু স্বেচ্ছাসেবী সংস্থা নয়, এস এস বি ৪৬ ব্যাটেলিয়নের তরফে চালসা শালবাড়ি মোড়ে চলে বৃক্ষ রোপণ কর্মসূচি। সেখানে উপস্থিত ব্যাটেলিয়নের সেকেন্ড ইন কমান্ড প্রফুল্ল কুমার, সহকারী কমাডেন্ট জিতেন্দ্র শেখায়াত সহ অন্যান্য জোয়ানরা। গাছ লাগানোর বার্তা নিয়ে \" টিম সকুন\" নামের এক সংস্থার উদ্যোগে পরিবেশ বান্ধব কর্মসূচীর আয়োজন করা হয়। এছাড়াও চালসা এলাকার বিভিন্ন সংস্থার উদ্যোগে আবর্জনা সাফাই করে প্লাস্টিক ও থার্মোকলের সামগ্রী বর্জনের আহবান জানানো হয়।
Geetashree Mukherjee