আরও পড়ুন: পড়ুয়াদের অভিযোগের নিষ্পত্তির জন্য রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে কমিটি
এলাকার বাসিন্দারা নিজেদের বাড়িতে ফল খাওয়ার পর তা যত্রতত্র না ফেলে ক্লাব প্রাঙ্গনে রাখা পাত্রে জমা দিয়ে যাবেন। এমনই বার্তা তুলে ধরে বীজ ব্যাঙ্কের সূচনা করল পূর্বাচল সংঘ ক্লাব ও পাঠাগার। ইতিমধ্যেই আমের আঁটি, জামের বীজ, কাঁঠালের বিচি এমন অনেক ধরণের ফলের বীজ ক্লাবের নির্দিষ্ট পাত্রে জমা করতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। এই প্রসঙ্গে ক্লাবের সভাপতি মনোজ সরকার বলেন, যেভাবে পরিবেশ ধ্বংস হচ্ছে তাতে আগামীতে খুবই কঠিন সময় আসতে চলেছে। এই অবস্থায় আমাদের সকলকে একত্রিত হয়ে এগিয়ে আসতে হবে, না হলে ভয়ঙ্কর বিপদ অনিবার্য।
advertisement
আগামী দুর্গাপুজোয় সবুজ বাঁচানোর বার্তা তুলে ধরতে পূর্বাচল সংঘ ক্লাব ও পাঠাগার ‘এক টুকরো সবুজ’ থিমের কথা ঘোষণা করেছে। এদিকে তাদের বীজ ব্যাঙ্কের উদ্যোগ ইতিমধ্যেই মন কেড়েছে সকলের, প্রত্যেকেই এমন উদ্যোগের প্রশংসা করছেন।
সুরজিৎ দে