আরও পড়ুন: চোখের সামনে মিনিকে নিয়ে গেল চিতাবাঘ! কেঁদে ভাসাচ্ছে ওঁরাও পরিবার
জলপাইগুড়ির মেদলা ক্যাম্পের চার কুনকি হাতি শিলাবতী, আমনা, রাজা এবং অরণ্যের জন্য বন বিভাগের হাতে রাখি তুলে দিয়ে তাদের সংরক্ষণের বার্তা দেন পরিবেশপ্রেমীরা। এই কর্মকাণ্ডের অন্যতম উদ্যোক্তা অণির্বাণ মজুমদার জানান, গত কয়েক বছর ধরেই রাখি পূর্ণিমায় এভাবে তাঁরা হাতিদের রাখি বেঁধে তাদের রক্ষা করার শপথ নিয়ে আসছেন। তাঁর মতে, চারিদিকে যেভাবে হাতি-মানুষ সংঘাত চলছে এবং যেভাবে বিভিন্ন দুর্ঘটনায় প্রতিদিনই হাতির মৃত্যু ঘটছে তা মারাত্মক চিন্তার বিষয় নয়। দ্রুত এই পরিস্থিতিতে লাগাম পরানো না গেলে বাস্তুতন্ত্রের বিপদ ঘটবে। সেই বিষয়ে সাধারণ মানুষকে সচেতনতা করতেই তাঁদের এমন উদ্যোগ।
advertisement
বুধবার সকালে ওই চার কুনকি হাতিকে স্নান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলা হয়। এরপর তাদের সাজিয়ে রাখি পরিয়ে দেন বন দফতরের মাহুতরা। এরপর হাতিদের মুখে তুলে দেওয়া হয় তাদের প্রিয় কলা, চাল ইত্যাদি পছন্দের খাবার। পাশাপাশি হাতির মাহুত, পাতাওয়ালা সহ বনকর্মীদেরও রাখি পরিয়ে মিষ্টিমুখ করানো হয়। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গরুমারা সাউথের রেঞ্জার অয়ন চক্রবর্তী।
সুরজিৎ দে