আরও পড়ুন: বৃষ্টি হতেই ২০ দিন আগে উদ্বোধন হওয়া রাস্তায় ভয়াবহ ধস
আজকাল সবকিছুই স্মার্ট হচ্ছে, ডিজিটাইজেশন ট্যাগ লেগে যাচ্ছে সবকিছুর সঙ্গে। ফলে সেই তালিকা রাখিই বা বাদ থাকে কেন। এও বলা যেতে পারে যুগের সঙ্গে পাল্লা দেওয়ার চেষ্টা। আধুনিকতার ছোঁয়া লেগেছে জলপাইগুড়ি শহরের রাখি বাজারে। এবার অভিনব ডিজিটাল রাখি বিকোচ্ছে। অত্যাধুনিক এই রাখির মধ্যে আছে বিভিন্ন ধরনের লাইটিংয়ের ব্যবস্থা। হাতে নিলেই বিভিন্ন আলো জ্বলে উঠছে রাখীতে। তাতেই খুশি আট থেকে আশি। দাম ২৫ টাকা থেকে শুরু করে ৪০ টাকা পর্যন্ত। এই ডিজিটাল রাখিতেই এবার জমজমাট রাখি বন্ধনের বাজার।
advertisement
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 26, 2023 7:49 PM IST





