আরও পড়ুন: বিপুল বিদেশি মুদ্রা সহ দমদম বিমানবন্দরে গ্রেফতার দুই ভারতীয়
নিজের লক্ষ্য পূরণের জন্য পিঙ্কি বন বস্তির বাড়ি, আত্মীয় স্বজনদের ছেড়ে শিলিগুড়িতে থেকে লড়াই করে চলেছে ডাব্লিউবিসিএস পরীক্ষায় হওয়ার লক্ষ্যে। নিজের এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কথা বলতে গিয়ে পিঙ্কি রাভা বলেন, সেই ছোটো থেকে দেখে আসছি গ্রামে রাস্তা নেই। জঙ্গলের পথে জংলী হাতি, শুয়োরের মোকাবিলা করেই ছুটেছি দূরের স্কুল কলেজে। এখন নিজেকে একজন সরকারি অফিসার হিসেবে প্রতিষ্ঠিত করার লড়াই করে চলেছি। সরকারি অফিসার হলে গ্রামের মানুষের জন্য কিছু কাজ করতে পারব। আগামী প্রজন্মকে যাতে আমাদের মতো কঠিন পথ পাড়ি দিতে না হয় সেই লক্ষ্যে কাজ করতে চাই।
advertisement
মরাঘাট রেঞ্জের খুঁটিমারি বিট অফিস সংলগ্ন মেলা বন বস্তিবাসীদের কাছে আজও অনেকটাই ধোঁয়াশার মধ্যেই রয়েছে উন্নয়ন নামক শব্দটি। চাষ আবাদ, সুপারি বিক্রি করেই আজও সংসার চলে এই রাভা জনজাতি গোষ্ঠীর। সেখানকারই এক মেয়ে রাজ্য সরকারের সর্বোচ্চ পদের চাকরিতে লক্ষ্য রেখে লড়াই শুরু করেছে, যা সত্যি অনুপ্রেরণামূলক।
সুরজিৎ দে