গত পাঁচ দিন আগে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। কিভাবে এই এলাকায় পৌছায় তা স্পষ্ট বলতে পারছেন না। ঠিকানা মিলতেই ধূপগুড়ি থানা যোগাযোগ করে লোহারদাগা থানা এলাকায়। পরিবারকে খবর দিতেই পরিবারের লোকজন সোমবার ধূপগুড়ি থানায় পৌছায়।পরিবার সুত্রে জানা যায়, কৃষিকাজ করেন শ্যামা ওরাও,বাড়ি থেকে বেরোনোর পর সকলে খোজাখুজি শুরু করে। পুলিশের মারফত জানতে পেরে ধূপগুড়ি থানায় এলে তার দেখা মেলে।
advertisement
আরও পড়ুনঃ রোজই চলছে হামলা! লাঠে উঠেছে তিস্তার চরে চাষবাস!
তবে কিভাবে এই এলাকায় এসে পৌছালো তা নিয়ে পরিবারের লোকজন ধন্দে রয়েছে। পুলিশের উদ্যোগেই ঐ ব্যক্তিকে এদিন পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের ভুমিকা নিয়ে যথেষ্ট খুশি শ্যাম ওঁরাওয়ের পরিবার। এবং তার পরিবার জানান পুলিশের এই মানবিক দিক আমার খুব ভালো লাগলো। কারণ মানুষ এখনো বিশ্বাস করে পুলিশকে এবং প্রশাসনকে।
Surajit Dey