রাজগঞ্জের সুখানি অঞ্চলে পোস্ট অফিস মোড় থেকে ভোলাপাড়া পর্যন্ত প্রায় সাড়ে ৮ কিমি রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল দশায় পড়েছিল। একাধিকবার রাস্তার শিল্যান্যাস হলেও কাজের কাজ কিছুই হচ্ছিল না। ক’দিন আগে এলাকার মানুষ তীব্র আন্দোলন করেন। এরপর প্রশাসনের তরফ থেকে ওই রাস্তা মেরামতের আশ্বাস দেওয়া হয়। শেষ পর্যন্ত সেই রাস্তা মেরামতের কাজ শুরুও হয়েছে। কিন্তু রাস্তার প্রস্থ নিয়ে নতুন অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
আরও পড়ুন: FPO কী? এর প্রভাবে বদলে যাচ্ছে বাঁকুড়ার কৃষি অর্থনীতি
রাস্তাটি পোস্ট অফিস মোড় থেকে ঘাটিশালা কালভার্ট পর্যন্ত ১৬ ফিট চওড়া করা হলেও বাকি রাস্তা মাত্র ৯ ফিট চওড়া করা হচ্ছে। তারপর আবার ভোলাপাড়া বাজার সংলগ্ন রাস্তাটি বাড়তি চওড়া করা হচ্ছে। আর এই নিয়েই স্থানীয়দের একাংশের ক্ষোভ তুঙ্গে উঠেছে।
এই রাস্তা বিতর্কে পঞ্চায়েত প্রধানের দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনেই সব কাজ হচ্ছে। সরকারি ইঞ্জিনিয়ারের পরামর্শ মত কাজ হচ্ছে। প্রধানের স্বামী রতন দত্ত বলেন, "বিধায়ক এই রাস্তার জন্য নবান্নে গিয়ে অনুরোধ করেছিলেন। সিডিউল মেনে ভালো করেই রাস্তার কাজ করা হবে।" শুক্রবার ঘটনাস্থলে গিয়েছিলেন রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি। তিনি বলেন, "সিডিউল মেনে কাজ হচ্ছে। তবে স্থানীয়দের ক্ষোভ প্রশমনে পুরো রাস্তা একইরকম চওড়া করা যাবে কিনা আলোচনা করে দেখতে হবে।"
সুরজিৎ দে