চোখে মুখে একরাশ ভয় নিয়ে মঙ্গলবার রাতে নাগরাকাটা ব্লকের কলাবাড়ি চা বাগানের গারো লাইনে হাতির আক্রমণে দু জনের মৃত্যুর বিবরণ দিলেন কোনোক্রমে প্রাণে বেঁচে যাওয়া আসা মাঝি বুধবার মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি পাঠিয়েছে পুলিশ। মৃতদের মধ্যে রয়েছে বাবুরাম মাঝি (৬৫), এবং বাবুরামের স্ত্রী বাহামুনি মাঝি (৬০)।
আরও পড়ুনঃ জবরদখলে চলা দায় ফুটপাথ দিয়ে! ক্ষোভে ফুঁসছেন জলপাইগুড়িবাসী
advertisement
এছাড়াও গুরুত্বর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে শিবরাম মাঝি, একই পরিবারের দুজনের মৃত্যুতে এক দিকে যেমন কলাবাড়ি চা বাগানে নেমে এসেছে শোকের ছায়া, পাশাপাশি জংলী হাতির আতঙ্ক। এই প্রসঙ্গে ডুয়ার্সের দুদিন পর পরই হাতির হামলায় আহত হচ্ছে বনজঙ্গল পার্শ্ববর্তী এলাকার মানুষ কখনো ঘরে ঢুকে ঘর ভেঙে দিচ্ছে এবং কখন আবার ধানক্ষেতের ধান নষ্ট করে দিয়ে চলে যাচ্ছে। হাতির উৎপাতে অতিষ্ঠ ডুয়ার্সের বিভিন্ন এলাকা।
Surajit Dey






