TRENDING:

১৯-এর তরুণীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে বৃদ্ধ, সাতসকালে আঁতকে উঠল ধুপগুড়ি

Last Updated:

৬৫ বছর বয়সি ওই বৃদ্ধ ধুপগুড়ি পুরসভার ১ নম্বর চাকলাপাড়া এলাকার বাসিন্দা৷ যার সঙ্গে ওই কিশোরীর সম্পর্ক গড়ে উঠেছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রকি চৌধুরী, ধুপগুড়ি: একজনের বয়স ৬৫, অন্যজনের ১৯৷ একই এলাকার বাসিন্দা এক বৃদ্ধ এবং কিশোরীর মধ্যে গড়ে উঠেছিল ঘনিষ্ঠতা৷ অভিযোগ, নিজের থেকে অনেক ছোট ১৯ বছর বয়সি ওই তরুণীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বৃদ্ধ৷ অসম বয়সের এমন প্রেমের পরিণতি হল মারাত্মক৷ জলপাইগুড়ির ধুপগুড়িতে এ দিন গাছের ডাল থেকে দু জনের ঝুলন্ত দেহ উদ্ধার হল৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

জানা গিয়েছে, ৬৫ বছর বয়সি ওই বৃদ্ধ ধুপগুড়ি পুরসভার ১ নম্বর চাকলাপাড়া এলাকার বাসিন্দা৷ যার সঙ্গে ওই কিশোরীর সম্পর্ক গড়ে উঠেছিল, ১৯ বছর বয়সি সেই কিশোরীর বাড়ি লাগোয়া ৮ নম্বর ওয়ার্ডে৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই ওই কিশোরীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বৃদ্ধ৷

আরও পড়ুন: চাঁদনি চকে বহুতলে আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা! ঘটনাস্থলে দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী

advertisement

শেষ পর্যন্ত দিন দুয়েক আগে দু জনে বাড়ি থেকে পালিয়ে যান৷ এর পর আজ সকালে ওই বৃদ্ধের বাড়ির উঠোনে তাঁঁর এবং ওই তরুণীর দেহ উদ্ধার হয়৷ বৃদ্ধের ছেলেই প্রথম দু জনকে ঝুলন্ত অবস্থায় দেখে৷

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

ঘটনার কথা ছড়িয়ে পড়তেই বৃদ্ধের বাড়ির সামনে ভিড় জমে যায়৷ পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়৷ স্থানীয়রা বলছেন, তাঁদের সম্পর্ক দুই পরিবার বা সামাজিক ভাবে মেেন নেওয়া হবে না বুঝতে পেরেই সেই হতাশা থেকে সম্ভবত দু জনে এই চরম সিদ্ধান্ত নিয়েছেন৷

advertisement

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
১৯-এর তরুণীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে বৃদ্ধ, সাতসকালে আঁতকে উঠল ধুপগুড়ি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল