আরও পড়ুন: ফলের বীজ দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ! দেবী পূজিত হবেন রাজরানি বেশে
এই উপলক্ষে সোমবার থেকে জলপাইগুড়ি জেলা নাবার্ডের উদ্যোগে গ্রামীণ ব্যাঙ্ক এবং রাজাডাঙা ধ্রুবতারা সংঘের সহযোগিতায় রাজাডাঙা গ্রাম পঞ্চায়েত হল ঘরে অনুষ্টিত হল স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিক স্বাক্ষরতা শ্রীবৃদ্ধি নিয়ে এক আলোচনা সভা। এদিন রাজাডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আলোচনা সভায় অংশ নেন। এই বিষয়ে নাবার্ডের ডিডিএম রণদীপ মাঝি জানান, গ্রামের স্বনির্ভর দলের মহিলাদের ব্যাঙ্কের থেকে লোন নিয়ে কীভাবে আর্থিকভাবে স্বনির্ভর হাওয়া যায় এবং ব্যাঙ্কের সঙ্গে আর্থিক লেনদেন সঠিকভাবে করলে কী কী আর্থিক সুবিধা হবে সেই বিষয়ে আলোচনা করা হয়। সেইসঙ্গে সাইবার প্রতারণা সম্পর্কেও মহিলাদের সচেতন করা হচ্ছে।
advertisement
আগামি ৩০ শে নভেম্বর পর্যন্ত এই ভিজিলেন্স সচেতনতা সপ্তাহ পালন করা হবে। এই কর্মশালায় উপস্থিত ছিলেন নাবার্ডের ডিডিএম রণদীপ মাঝি, রাজাডাঙা গ্রামীণ ব্যাঙ্কের ম্যানেজার প্রীতম বিশ্বাস সহ বিশিষ্টরা।
সুরজিৎ দে