দীপাবলির দিনে ছাত্রদের বাড়িতে সোনাউল্লা প্রাথমিকের শিক্ষক-শিক্ষিকা গণ উপস্থিত হয়ে ছাত্রদের তৈরি পাহাড় দেখলেন এবং কথা বললেন। সোনাউল্লা প্রাথমিকের শিক্ষক-শিক্ষিকা গণ ছাত্রদের বিভন্ন রকম ক্রিয়েটিভ ও আনন্দায়ক পাঠদানের জন্য সারাবছর বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে থাকে।এই "পাহাড় বানানো প্রতিযোগিতা" এই কর্মসূচীরই একটি অঙ্গ হিসাবে তাঁরা দেখছেন।
advertisement
আরও পড়ুনঃ উদ্বোধন না হতেই 'টুইন টাওয়ার' দেখতে ভিড় চোখে পড়ার মতন
বিদ্যালয়ের শিক্ষক গোপাল কংস বনিক জানান যে, "পাহাড় বানানো একটা বিরাট ক্রিয়েটিভিটি ও পরিবেশ শিক্ষা,,,, তার সাথে জলপাইগুড়ি র ঐতিহ্য।সবকিছুকে উৎসাহিত করতে সোনাউল্লা প্রাথমিকের এই নবতম উদ্যোগ।" ১২ ই অক্টোবর থেকে বিদ্যালয়ে পঠনপাঠন শুরু হয়েছে। সোনাউল্লা প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ের পঠনপাঠনের সাথে প্রতিটি শ্রেণিতে পরিবেশ পাঠ বিশেষভাবে চলছে। সেই পরিবেশ পাঠের অংশ হিসাবে হাতেকলমে শিক্ষালাভ ও ক্রিয়েটিভ কাজে উৎসাহ বৃদ্ধির জন্যই ছাত্রদের নিয়ে এই অভিনব প্রতিযোগিতা র আয়োজন বলে বিদ্যালয় সূত্রের খবর।
Surajit Dey