Jalpaiguri News: উদ্বোধন না হতেই 'টুইন টাওয়ার' দেখতে ভিড় চোখে পড়ার মতন

Last Updated:

উদ্বোধন হবে রবিবার। তার আগেই শুক্রবার রাতে মানুষের ঢল নামলো জলপাইগুড়ি শহরে। আসন্ন কালী পূজা উপলক্ষে এদিন দাদাভাই ক্লাবের ১৩০ ফুট উচ্চতাবিশিষ্ট সম্পূর্ণ কাঁচের তৈরী মালয়েশিয়ার টুইন টাওয়ার ও তার সাথে চোখ ধাঁধানো লাইটিং দেখতে মানুষের ঢল নামলো ক্লাব প্রাঙ্গনে।

#জলপাইগুড়ি : উদ্বোধন হবে রবিবার। তার আগেই শুক্রবার রাতে মানুষের ঢল নামলো জলপাইগুড়ি শহরে। আসন্ন কালী পূজা উপলক্ষে এদিন দাদাভাই ক্লাবের ১৩০ ফুট উচ্চতাবিশিষ্ট সম্পূর্ণ কাঁচের তৈরী মালয়েশিয়ার টুইন টাওয়ার ও তার সাথে চোখ ধাঁধানো লাইটিং দেখতে মানুষের ঢল নামলো ক্লাব প্রাঙ্গনে। জলপাইগুড়ি জেলা বরাবর কালী পূজোর জন্য বিখ্যাত। উত্তরবঙ্গ জুড়ে মানুষ আসে কালী পূজো দেখতে। করোনার কারনে গত দু বছর হাতে গোনা কয়েকটি বড় পূজো হয়েছিল।
 
 
advertisement
কিন্তু এবার করোনার প্রকোপ কমতেই প্রান ফিরে পেয়েছে পূজো উদ্যোক্তারা জেলার বিভিন্ন ব্লকে শুরু হয়েছে একের পর নজর কাড়া কালী পূজার প্যান্ডেল। জেলায় বড় পূজো কমিটি গুলির মধ্যে অন্যতম সেরা পূজো করে থাকে জলপাইগুড়ি নং ঘুমটি এলাকার দাদাভাই ক্লাব। বরাবর তারা তাদের প্যান্ডেল প্রতিমায় অভিনব কিছু করে থাকে। বরাবরের মতো এবারেও তাদের দুর্গা পূজার আগে খুঁটি পূজো হয়েছিল। লোকের মুখে মুখে ছড়িয়ে গিয়েছিল দাদাভাই ক্লাব এবারে তারা ৪০ লাখ টাকা ব্যায়ে দর্শনার্থীদের কাছে উপহার দিতে চলেছে সম্পূর্ণ কাঁচের তৈরী মালয়েশিয়ায় টুইন টাওয়ার।
advertisement
যার অপূর্ব নির্মান শৈলী আলোকসজ্জা দেখতে শুক্রবার রাতে মানুষের ঢল নেমেছে শহরে। ক্লাব সভাপতি তপন ব্যানার্জী জানালেই খুটি পূজার পর থেকেই মিডিয়া মাধ্যমে মানুষ জেনে গেছে আমরা এবার কালী পূজোয় মালয়েশিয়ার বিখ্যাত টুইন টাওয়ার দর্শনার্থীদের উপহার দিতে চলেছি। তাই ইতিমধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন যায়গা থেকে অসংখ্য ফোন কল, হোয়াটস এপ ম্যাসেজ আসতে শুরু করে দিয়েছে। দুর্গা পূজোয় বৃষ্টি সব আনন্দ মাটি করে দিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ বেতন বৈষম্যের প্রতিবাদে প্রধান শিক্ষকদের ডেপুটেশন
তাই আমরা আশা করছি কালী পূজার এই কয়েকদিন আবহাওয়া ভালোই থাকবে। কয়েক লাখ মানুষ আসবে। সেই অনুযায়ী আমরা প্রশাসনকে পাশে পেয়ে প্রস্তুতি নিয়ে নিয়ে নিয়েছি। এবারে প্যান্ডেলের পেছনে খরচ করা হচ্ছে প্রায় ৩০ লাখ টাকা। আলোকসজ্জা, প্রতিমা, পূজো ম্যানেজমেন্ট ইত্যাদির পেছনে খরচ হচ্ছে আরও ১০ লাখ টাকা। আমরা রবিবার পূজোর উদ্বোধন করতে চলেছি। সবাইকে পূজো উপভোগ করার আহ্বান জানাচ্ছি।
advertisement
 
 
 
Surajit Dey
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: উদ্বোধন না হতেই 'টুইন টাওয়ার' দেখতে ভিড় চোখে পড়ার মতন
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement